স্পোর্টস ডেস্ক : বিশেষ একটি দিনে বিয়ের পিড়িতে বসেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন দেশসেরা এই ক্রিকেটার।
সে সময়ে সাকিবের বিয়ে দেশজুড়ে আলোড়ন তুলেছিল। কেননা, ম্যাজিক তারিখেই (১২-১২-১২) হঠাৎ করে বিয়ের পিড়িতে বসেন সাকিব-শিশির। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে তাদের বিয়ের আয়োজন করা হয়।
২০১০ সালে ইংল্যান্ডে ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ২৩ বছর বয়সী শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়। এবার দেখতে দেখতে পেরিয়ে গেছে তাদের বিয়ের ১১ বছর। সাকিব-শিশিরের সংসার এক যুগে পদার্পণ করেছে
মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজেদের বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।
সেখানে শিশির লেখেন, এক সঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগতটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি।
‘তেরে ইশক মে নাচেঙ্গে’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী
আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষদিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরও অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।