সাকিব আল হাসানের মা, ছেলে, মেজো মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন সাকিব।
বড় মেয়ে আলাইনা আল হাসান অব্রিও অসুস্থ। তাকে আলাদা রাখা হয়েছে। এছাড়া সাকিব আল হাসানের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিবের মা শিরিন রেজা আক্তার হার্টের রোগী। নিয়মিত চেক আপে থাকছেন তিনি। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে তাকে কিছুদিন আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চলছে তার চিকিৎসা। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনো স্বাভাবিক হতে পারেননি।
সাকিবের মেজো মেয়ে ইরাম হাসান ও একমাত্র ছেলে আইযাহ আল হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানা গেছে। এছাড়া বড় মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডা জ্বরে ভুগছে।
পারিবারিক কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি। দলীয় সূত্র জানা গেছে, ছেয়ে-মেয়ে ও মায়ের অসুস্থতার কথা টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের জানালেও দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা করেননি সাকিব।
শারীরিক ও মানসিকভাবে অবসাদগ্রস্ত থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। এক সপ্তাহ পর নানা নাটক শেষে সাকিব ঠিকই ধরেন দক্ষিণ আফ্রিকার বিমান। দলের সঙ্গে যোগ দিয়ে সাকিব বেশ প্রাণবন্ত হয়ে উঠেন।
দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডেতে দারুণ জয় পায় বাংলাদেশ। সাকিব ছিলেন সেই জয়ের নায়ক। তবে দ্বিতীয় ওয়ানডে বাজে গেছে তার। ব্যাটিংয়ে রানের খাতা খুলতে পারেননি। বল হাতে পেয়েছেন একটি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।