বিনোদন ডেস্ক : সিনেমায় একই নায়কের দ্বৈত চরিত্রে অভিনয় নতুন নয়। শাহরুখ খান ‘ফ্যান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করে মাতিয়েছেন বলিউড।
দর্শক ভোলেনি সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমা যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করে রূপালি পর্দা কাঁপালেন বলিউডের ভাইজান। সিনেমায় দ্বৈত চরিত্র সার্থক হয়ে ওঠে পরিচালক, কাহিনীকার ও অভিনয় শিল্পীর কৃতিত্বে।
দ্বৈত চরিত্রে অপরিচিত নন দক্ষিণের প্রভাসও। এস এস রাজামৌলির বাহুবলীতে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু একই সঙ্গে এর আগে দুই চরিত্রে স্ক্রিন শেয়ার করেননি প্রভাস। নতুন খবর কেজিএফ পরিচালক প্রশান্ত নীলের সালারে প্রভাসকে দুই চরিত্রে দেখা যাবে। একই সাথে স্ক্রিন শেয়ার করবেন তারা। দুই চরিত্রের প্রভাসকে একসাথে কথা বলতে দেখবেন দর্শক। দুটি চরিত্রের জন্য সম্পূর্ণ ভিন্ন চেহারা এবং শারীরিক গঠনেই থাকবেন অভিনেতা।
সালারে দ্বৈত ভূমিকায় প্রভাসকে দুই ভাই হিসেবে দেখা যাবে যারা শারীরিক এবং মানসিকভাবে একে অপরের বিপরীত। এরমধ্যেই একটি দ্বৈত চরিত্রের জন্য শ্যুট করেছেন প্রভাস, অন্য ভূমিকায় অভিনয় করতে তিনি প্রায় ২০-২২ কেজি ওজন কমিয়েছেন। বলিউড হাঙ্গামার খবর সালারে প্রভাসের চরিত্র দুটি সাধারণ রাম-শ্যাম এর দ্বৈত চরিত্রের মতো নয় বরং আরও জটিল।
প্রিয় অভিনয়শিল্পীকে দুই রূপে, দুই রঙে ঢংয়ে দেখতে দর্শকের তো ভিন্ন আকর্ষণ থাকবেই। এই সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রুতি হাসান। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে তার।
মিঠুনের দত্তক নেওয়া কন্যা এখন সুন্দরী যুবতী, সৌন্দর্যে হার মানাবে নায়িকাদেরও
এদিকে এই সিনেমায় দুই চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক কম নিচ্ছেন না এই অভিনেতা। পারিশ্রমিকের দিক থেকে দক্ষিণী কোনো অভিনেতা প্রভাসের ধারেকাছে নেই তো বটেই, এমনকি অনেক বলিউড অভিনেতাদেরও পেছনে ফেলেছেন প্রভাস। সিনেমাটির জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন প্রভাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।