সালমান খানের দেহরক্ষী হচ্ছেন রাখি, গুঞ্জন তুঙ্গে

সালমান ও রাখি

বিনোদন ডেস্ক : সালমান এর সামনে থেকে গুলি আটকাবেন রাখি সবন্ত, নিজের প্রাণ বিপন্ন করে রক্ষা করবেন ‘ভাইজান’-কে ।

সালমান ও রাখি

প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল ‘ভাইজান’কে। সম্প্রতি বাড়িতে উড়ো চিঠি দিয়ে সালমানকে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই ও তার দল। হুমকি চিঠিতে লেখা ছিল, যে ভাবে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে খুন করা হয়েছে, সেই ভাবে সালমানকেও হত্যা করা হবে।

এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে আমচি মুম্বইয়ে। সালমান অনুরাগীদের সংশয়, চিন্তা ও উদ্বেগে সরগরম হয়ে ওঠে বলিউড।

শুধু বলিউডই নয়, সংশয়ে সালমান নিজেও। নিরাপত্তার কারণে নিজের কাছে বন্দুক রাখতে চেয়ে প্রসাশনের কাছে আবেদন করেন ‘দাবাং’-র নায়ক। তাঁর আবেদন মঞ্জুরও করেছে প্রশাসন।

সালমান এর নিজের কাছে বন্দুক রাখার আবেদন মঞ্জুর হওয়ায় খানিকটা স্বস্তিতে ‘ভাইজান’-অনুরাগীরা।

মুম্বইয়ে সংবাদ সংস্থার কাছে সালমান-ভক্ত রাখি সবন্তও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সালমানকে আশ্বস্ত করে রাখি বলেছেন, ‘‘সালমান স্যর, আপনি টেনশন করবেন না। আমি দিনরাত আপনার জন্য প্রার্থনা করছি। সারা ভারতবাসীর আশীর্বাদ রয়েছে আপনার সঙ্গে। আপনার কিচ্ছু হবে না।’’

জেলের জালে ধরা পড়ল ৬০ কেজি সামুদ্রিক শোল

প্রয়োজনে রাখি সালমান এর দেহরক্ষীও হতে পারেন, এমন আশ্বাসও দিয়েছেন প্রিয় নায়ককে।

একেবারে ফিল্মি কায়দায় রাখির প্রতিশ্রুতি, ‘‘প্রয়োজনে আমি সালমান এর দেহরক্ষী হতে প্রস্তুত। সালমান এর সামনে থাকব, গুলি চললে আমাকে আঘাত করবে। ভাইকে ছুঁতে পারবে না।’’