সালমানে শার্টলেস ছবি ভাইরাল

সালমানে শার্টলেস ছবি

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খবরে আসেন। সব শুটিং বাতিল করার পাশাপাশি বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’ সঞ্চালনাও করতে পারবেন না বলে খবর শোনা যায়।

সালমানে শার্টলেস ছবি

এবার সেই ডেঙ্গুর ঝক্কি কাটিয়ে নতুন রূপে ধরা দিলেন বলিউড ভাইজান। জানা গেছে দিওয়ালি পার্টি থেকে দূরে থাকলেও ভগ্নিপতি আয়ুশ শর্মার জন্মদিনের পার্টিতে মঙ্গলবার রাতে হাজির হয়েছিলেন এই তারকা। কিন্তু নতুন খবর হলো নিজের শার্টলেস ছবি শেয়ার করে এই বলিউড সুপারস্টার এখন আলোচনায়। তার সুদর্শন লুক আজও অষ্টাদশীর মনে ঝড় তোলে, ফের তা বুঝিয়ে দিলেন ভাইজান।

৫৬ বছরের গণ্ডি ছুঁয়েও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকায় নামটা ধরে রেখেছেন সুপারস্টা সালমান খান। যদিও মেয়েরা তাকে ‘ভাই’ নয়, ‘জান’ বানাতেই বেশি উদ্যোগী। সালমানের নিজের বোন তো রয়েছেই পাশাপাশি বলিউডের বহু অভিনেত্রীরই প্রিয় ‘ভাইজান’ সালমান খান। এবার ভাইফোঁটায় ফ্যানদের দারুণ সারপ্রাইজ দিলেন সালমান খান।

একদম পুরুষালি চেহারায় সুদর্শন সালমান। সাদা-কালো ছবিতে রোদচশমা পরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। এই বয়সেও কাউকে এত হট কী করে দেখায় এমন প্রশ্ন করতেও ছাড়েনি নেটিজেনদের একাংশ। কেউ লিখেছেন, ৩০ বছরেও এত সুঠাম দেহ হয় না বহু ছেলের, আর সালমান খানকে দেখুন! ভাবা যায়?’

আগামীতে সালমানকে রুপলি পর্দায় দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে। আগে এই ছবির নাম ছিল ‘কভি ইদ কভি দিওয়ালি’। কিন্তু সেটি মোটেই আনুষ্ঠানিক টাইটেল ছিল না। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা মিলবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। চলতি বছরের একদম শেষলগ্নে (৩০শে ডিসেম্বর, ২০২২) মুক্তি পাবে এই ছবি।

হ্যালোইনের আগেই দেখা মিললো নতুন এক সানি লিওনের

এছাড়াও সালমানের হাতে রয়েছে ‘টাইগার ৩’। এই ছবিতে ফের ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধবেন তারকা। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন মণীশ শর্মা।