বিনোদন ডেস্ক : বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও মোছেনি সালমান খানের থেকে। বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার ‘চিরকুমার’। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন শীর্ষে রয়েছেন সালমান খান। বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও।
তবে এখনও কারোর গলায় মালা পরাননি বলিউডের সল্লু। একাধিক প্রেম থেকে বিচ্ছেদ, লিভ-ইন, অনিচ্ছাকৃত দুর্ঘটনায় ফুটপাথবাসীর প্রাণ হারানো, কৃষ্ণসার হরিণ মামলা, জেলে রাত কাটানা সব মিলিয়ে বলিউডের ভাইজানের ব্যক্তিগত জীবন যেন রূপোলি পর্দার কাহিনি।
তবে এবার সালমানকে বাস্তবের মাটিতে ফেরার পরামর্শ দিলেন রানি মুখোপাধ্যায়। এক সাক্ষাতকারে হাসতে হাসতে রানী তার সতীর্থ সালমানকে বাবা হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন এখন সালমানের উচিত বাচ্চা নেওয়া। বাবা হয়ে গেলে তাতে নাকি সুবিধা হবে রানীর। অভিনেত্রীর এই মন্তব্যে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তবে অবাকও হয়েছেন তারা।
অবাক হওয়ারই কথা ভক্তদের। সালমান বাবা হলে এমন কি সুবিধা হবে রানীর, তা ভেবেই পাচ্ছেন না ভক্তরা। রীতিমত অথৈই জলে পড়েছেন তারা। পাশাপাশি, আচমকা এরকম কেন মন্তব্য হঠাত করে বসলেন গসিপ থেকে দূরে থাকতে পছন্দ করা রানী, তাও অবাক করেছে দর্শকদের।
সম্প্রতি রানী মুখোপাধ্যায়ের একটি মন্তব্য সামনে এসেছে যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, তিনি চান সালমান খান যতো তাড়াতাড়ি সম্ভব বাবা হোক। কারণ তার দাবি তার মেয়ের সাথে খেলার সঙ্গী চাই। অভিনেত্রী একেবারেই মজার ছলে এই মন্তব্য করেছিলেন। একসময় মিডিয়াতে তার সাথে সালমান খানের প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। তাদের সম্পর্ক নিয়ে মিডিয়াতে চর্চা কিছু কম হয়নি। সম্প্রতি অভিনেত্রীর এই মন্তব্যের সূত্র ধরে আবারো সালমান খান ও রানী মুখোপাধ্যায় উঠে এসেছেন চর্চায়।
সালমান খান বলিউডের ভাইজান। তার নামেই ছবি হিট। তিনি বলিউডের এলিজিবল ব্যাচেলর। তার বিয়ে নিয়ে মিডিয়াতে গুঞ্জন কম নেই। তার জীবনে এসেছে বলিউডের একাধিক নায়িকা। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়।
ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, সংগীতা বিজলানি, সোমি আলি, ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে। এই কারণেই আজও ব্যাচেলর সালমান খান। ডেটিং ,সম্পর্ক, বিচ্ছেদ,সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে সালমান খান। তিনি অনেক সম্পর্কে গিয়েছেন তবে কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি। তাই রানীর এই দাবি সালমানের কানে গিয়ে পৌঁছেছে কিনা, সেসম্পর্কে অবশ্য জানা যায়নি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.