স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের নির্বাচক প্যানেলে সাজাপ্রাপ্ত সাবেক তারকা ক্রিকেটার সালমান বাটকে নিয়োগের এক দিনের মধ্যেই বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) তাকে অপসারণের ঘোষণা দেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। এই সিদ্ধান্তের অনুঘটক হিসাবে বহিরাগত চাপকে সামনে এনেছেন।
তোপের মুখেই তাকে নিজের প্যানেল থেকে সরিয়ে নেন ওয়াহাব। কিন্তু নিজের এই সিদ্ধান্তে খুশি নন তিনি।
ওয়াহাবের ভাষ্য, সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি। আপাতত আসাদ শফিককে নির্বাচক প্যানেলে যুক্ত করছি আমরা।
এর আগে, ওয়াহাবের প্যানেলের পরামর্শক হিসেবে কামরান আকমল ও ইফতিখার আনজুমের সঙ্গে সাবেক ক্রিকেটার সালমান বাটকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পিসিবি।
সে সময়ে সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, তিনজনের নিয়োগ এখন থেকেই কার্যকর হবে। তাদের প্রথম কাজ হবে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন। দল নির্বাচনের কাজে সম্পৃক্ত না থাকা অবস্থায় এ তিনজন স্কিল ক্যাম্প পরিচালনার বাড়তি দায়িত্ব পালন করবেন।
এর আগে, নির্বাচক প্যানেলের সমালোচনা করে পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, এমন নির্বাচক প্যানেল থাকাটা পাগলাটে ব্যাপার। যেখানে একজনের সিদ্ধান্তে স্বজনপ্রীতির প্রভাব থাকতে পারে। আরেকজন ফেঁসে গিয়েছিল ম্যাচ ফিক্সিংয়ে।
উল্লেখ্য, ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক। সে সময়ে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি কারাগারেও গিয়েছিলেন তিনি। ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার নিষেধাজ্ঞা কাটিয়ে আর জাতীয় দলে ফিরতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।