বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খান কি ক্রমশ দর্শকের মন থেকে মুছে যাচ্ছেন? সাম্প্রতিক কিছু ছবির ব্যর্থতা কি ইঙ্গিত দিচ্ছে তাঁর অবসানের? অভিনেতা শেহজাদ খান কিন্তু এই ধরণের প্রশ্নকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিলেন।
‘আন্দাজ আপনা আপনা’ কিংবা ‘ভারত’-এর মতো ছবিতে সালমানের সঙ্গে কাজ করা শেহজাদ সম্প্রতি ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলি বলেন, ‘‘সালমান খান শেষ? এটা একদমই অর্থহীন। যতদিন ঈশ্বর তাঁকে ডাকছেন না, ততদিন তিনি থাকবেন, চলবেন, এবং রাজ করবেন। ওর কোনও বিকল্প নেই। টাইগার জিন্দা হ্যায় — অউর জিন্দা হি রহেগা।’’
তিনি বলেন, ‘‘যাঁরা ইউটিউবে বসে সালমানকে নিয়ে কুৎসা করে নিজেদের দোকান চালাচ্ছেন, তাঁদের গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই।’’
শেহজাদ খান আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন — সালমানের বন্ধুদের প্রতি তাঁর দায়বদ্ধতা। ‘‘ওর অনেক বন্ধুর কাজ নেই। ও নিজে চিত্রনাট্য পছন্দ না হলেও, তাদের হাতে কাজ তুলে দিতে চায়। একবার এক অভিনেতা এসে বলেছিল, ‘ভাই, আমার কাজ নেই’। সালমান সরাসরি বলে দেয়, ‘সিকান্দার করো’। ও কাউকে ফিরিয়ে দেয় না, এবং বিনিময়ে কিছু চায়ও না।’’
২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কা জান’ এবং বহু প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। প্রথমটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ১৮৪.৬ কোটি, দ্বিতীয়টি ৪৬৪ কোটিতে থামে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত A.R. মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দর’-ও বক্স অফিসে হতাশ করেছে।
তবুও, সামনে আরও দুটি বড় বাজেটের ছবি—একটি অ্যাকশন ফিল্ম, যেখানে সঞ্জয় দত্তের সঙ্গে পর্দা ভাগ করবেন সালমান, এবং অন্যটি সাজিদ নাদিয়াদওয়ালার বহুল প্রতীক্ষিত ‘কিক ২’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।