প্রকাশ্যে শাহরুখ-সালমানের ঝগড়া, ধমক দিয়ে যা বললেন আমির

তিন খান

বিনোদন ডেস্ক : বলিউডের খান সাম্রাজ্যে বরাবরই অটুট! তিন খানের মধ্যেও বেশ বন্ধুত্ব। অবসর পেলে একসঙ্গে রাতভর পার্টিও করেন। আবার সিনেপর্দায় একপ্রেমে ধরা দেওয়ার প্ল্যানও কষে ফেলেছেন ইতিমধ্যে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যেই শাহরুখ খানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সলমন খান। আর দুই ভাইজানের সেই ঝগড়া থামাতে মধ্যস্থতায় দেখা গেল আমির খানকে।

তিন খান

আদৌ কি শাহরুখ-সলমনের ঝগড়া হয়েছে? ঠিক কী ঘটেছে? সম্প্রতি আম্বানিদের অনুষ্ঠানে তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। হু হু করে ভাইরাল হয়েছিল শাহরুখ-সলমন এবং আমির খানের নাচের ভিডিও।

অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু সেখানেই শাহরুখ-সলমন জড়িয়েছিলেন কথা কাটাকাটিতে। যাঁদের থামাতে গিয়ে মধ্যস্থতা করতে হয় খোদ আমিরকে। কী নিয়ে ঝগড়া বাঁধে তাঁদের?

অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে আসলে শাহরুখ চেয়েছিলেন তাঁর সিনেমার কোনও গান বাজানো হোক। কিন্তু উলটে সেই একই আবদার জুড়ে দেন ভাইজানও। দাবাং ছবির গান চালানো হলে রেগে যান কিং খান। ব্যস, অমনি দুই বলিউড সুপারস্টারের মনোমালিন্য শুরু হয়!

শেষমেশ রণে ভঙ্গ দিতে হয় মিস্টার পারফেকশনিস্টকে। জোর গলায় তিনি বলেন, “আবারও তোমরা ঝগড়া শুরু করলে? কারও নয়, আমার গান চলবে শুধু।” অবশেষে তাঁরা ঠিক করেন, আম্বানিদের পছন্দ করা গানেই পারফর্ম করবেন তাঁরা।

বৃষ্টিভেজা শরীরে শ্রাবন্তী, নিয়ন্ত্রণ হারিয়ে যা করলেন ভ্ক্ত

এরপর RRR সিনেমার নাটু নাটু গানে কোমর দোলাতে দেখা যায় তিন খানকে। যদিও এই গোটা বিষয়টাই খুনসুঁটি করে হয়েছে। শাহরুখ-সলমন বরাবর ভালো বন্ধু। এবারেও তাঁদের মধ্যে কোনও ঝগড়া হয়নি। সেই রাতে কাঁধে কাঁধ মিলিয়ে নেচেছিলেন তিনজন।