বিনোদন ডেস্ক : ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির সেটে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে মামলা চলছে ২৪ বছর ধরে।
সম্প্রতি সালমানের মামলা স্থানান্তরে অনুমতি দিয়েছেন রাজস্থান হাইকোর্ট। এর ফলে সালমান খানের সঙ্গে যুক্ত সব আবেদন ও মামলার শুনানি কার্যক্রম হাইকোর্টে চলবে।
তিনটি মামলাই যেন একই আদালতে শোনা হয় তার জন্য আবেদন জানিয়েছেন সালমান। তার পরামর্শক জানিয়েছেন, বিচারপতি পি এস ভাটি সেই অনুমতি দিয়েছেন। এর ফলে আইনি লড়াইয়ে অনেক মূল্যবান সময় বাঁচবে।
১৯৯৮ সালের সেই কৃষ্ণসার হরিণ হত্যা মামলার আসামি ছিলেন ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শিল্পী সাইফ আলী খান, টাবু, নীলম, সোনালি বেন্দ্রেও। তবে তারা পরে খালাস পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।