সালমান খানকে ছ্যাকা দিয়ে কাঁদিয়েছিলেন এই ৫ সুন্দরী

সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খানের গার্লফ্রেন্ড তালিকা নেহাত কম লম্বা নয়। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে সোমি আলি, সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ কিংবা শাহিন জাফরি বহু খ্যাতনামা তারকার নাম রয়েছে এই তালিকাতে। গুনতে বসলে আপনার হাতের আঙুল কমতি পড়ে যাবে কিন্তু নামের তালিকা শেষ হবে না।

সালমান খান

প্রসঙ্গত, এইসব নামের মধ্যে সোমি আলী সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। জানিয়ে রাখি, সোমি আলি আসলে একজন পাকিস্তানি। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে সলমনের দিওয়ানা হয়ে যান পাকিস্তানি পরিবারের মেয়ে সোমি আলি। ভাইজানের টানেই তার নাকি অভিনয়ে আসা।

গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সলমনকে নারী নিগ্রহকারী’, ‘স্যাডিস্টিক সিক’ বলে উল্লেখ করে সোমি জানান, সলমন নাকি প্রায়শই তার গায়ে হাত তুলতো। তবে ভাইজানের বিরুদ্ধে এই অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিক অভিনেত্রী এই অভিযোগ এনেছেন সলমনের বিরুদ্ধে।

১) সঙ্গীতা বিজলানি : বেশ সিরিয়াস রিলেশনশিপে ছিলেন সলমন এবং সঙ্গীতা। এমনকি তাদের সম্পর্ক বিয়ের দোরগড়া অবদিও পৌঁছে গেছিলো বলে জানা যায়‌। কিন্তু কোনো বিশেষ কারণে এই সম্পর্ক থেকে বেরি আসেন সঙ্গীতা এবং মিডিয়াকে জানান যে, সলমন তার সাথে প্রতারণা করেছেন এবং তিনি প্রেমিক হওয়ার যোগ্যই নন।

২) ঐশ্বরিয়া রাই বচ্চন : বলিউডের হাই প্রোফাইল রিলেশনশিপ গুলির মধ্যে সলমন-ঐশ্বর্যর সম্পর্ক অন্যতম। শোনা যায় সলমনের ওভারপজেসিভনেস এবং যখন তখন গায়ে হাত তোলার কারণেই ব্রেকাপ করতে বাধ্য হন প্রাক্তন বিশ্বসুন্দরী।

৩) ক্যাটরিনা কাইফ : একটা দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন এই দুই তারকা। কিন্তু কানাঘুষো শোনা যায় যে, সলমনের সাথে থাকাকালীন মোটেও খুশি ছিলেননা ক্যাটরিনা। এক সাক্ষাৎকারে সলমন স্বীকারও করেছিলেন যে, ছোটো পোশাক পরার কারণে ক্যাটরিনার উপর চোটপাট করেছিলেন তিনি।

৪) ফারিয়া আলম : তালিকার পরবর্তী নাম ফারিয়া আলম। শোনা যায় সলমনকে তার কেরিয়ারে সবচেয়ে বেশি সাহায্য যদি কেউ করেছিলো তাহলে সে হলো ফারিয়া। যদিও ফারিয়া কখোনোই তার আর সলমনের সম্পর্কের কথা স্বীকার করেননি।

হিরো আলমের নতুন নায়িকা রিয়া মনি

৫) শাহীন জাফরি : খুব কম মানুষই জানেন যে শাহীন জাফরি ​​ছিলেন সালমান খানের প্রথম প্রেম। সলমনের পরিবারেরও বেশ পছন্দ ছিলো শাহীনকে।