দক্ষিণী ছবিতে প্রথমবার অভিনয় সালমানের, যত টাকা নিচ্ছেন পারিশ্রমিক

সালমান খান

বিনোদন ডেস্ক : যে নায়ক বলিউডের এক একটি ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন, সেই সালমান ‘গডফাদার’-এক নির্মাতাদের কাছে কত টাকা চেয়েছেন? টাকার অঙ্ক শুনে চমকে উঠেছেন ভাইয়ের ভক্তরাও। এক সপ্তাহ ধরে সালমান এবং চিরঞ্জীবী শ্যুটি‌ং করবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ছবির কাজ।

সালমান খান

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধেছেন সালমান খান। প্রথম বা দক্ষিণী ছবির দুনিয়ায় পা দেবেন বলিউডের ‘ভাইজান’। ছবির নাম, ‘গডফাদার’। ইতিমধ্যে চিরঞ্জীবী টুইট করে স্বাগত জানিয়েছেন সালমানকে।

চিরঞ্জীবী লিখেছেন, ‘গডফাদারে আপনাকে স্বাগত জানাই সালমান। আপনি আসার পর সবাই খুব উত্তেজিত। আপনার সঙ্গে পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। খুবই খুশি আমি। দর্শকেরাও আনন্দ পাবেন।’ লেখার সঙ্গে সালমানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন দক্ষিণী তারকা।

কিন্তু চমক কেবল এখানে নয়। যে নায়ক বলিউডের এক একটি ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন, সেই সালমান নাকি ‘গডফাদার’-এক নির্মাতাদের জানিয়েছেন, এই ছবির জন্য তিনি একটি টাকাও পারিশ্রমিক নেবেন না। অর্থাৎ বিনামূল্যে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন সালমান।

পারভেজ মোশাররফের সঙ্গে সঞ্জয় দত্তের ছবি ভাইরাল

সূত্রের খবর, ছবির নির্মাতারা সালমানকে বিরাট অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে স্থির করেছিলেন। কিন্তু চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার খাতিরে সালমান কোনও টাকা নিতে চাননি। সালমান নাকি বলেছেন, ‘‘আমি এই ছবিতে অভিনয় করতে রাজি। কিন্তু একটি শর্তে। আপনারা আমায় কোনও টাকা দেবেন না।’’ এক সপ্তাহ ধরে সালমান এবং চিরঞ্জীবী শ্যুটি‌ং করবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ।