এবার সালমান খানের সিনেমায় দেখা যাবে রাম চরণকে

রাম চরণ

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। তার পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। এতে দেখা যাবে অভিনেতা রাম চরণকে। তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতা ও তার বাবা চিরঞ্জীবীর সঙ্গে সালমানের বেশ সুসম্পর্ক।

রাম চরণ

শুধু তাই নয়, রাম চরণের বাবার ‘গডফাদার’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন ‘দাবাং’ অভিনেতা। এজন্য কোনো পারিশ্রমিকও নেননি তিনি। তাই সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তার সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন রাম চরণ।

সম্প্রতি মুম্বাইয়ে ‘গডফাদার’ সিনেমার হিন্দি ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন সালমান খান। এই অভিনেতা বলেন, ‘চরণ আমার সঙ্গে দেখা করতে আসে এবং বলে, সে অতিথি চরিত্রে অভিনয় করতে চায়। আমি তাকে না করেছিলাম। কিন্তু সে জোরাজুরি করে এবং জানায়, আমার সঙ্গে একফ্রেমে থাকতে চায়। মনে করেছিলাম সে মজা করছে, তাই বলেছিলাম পরদিন কথা বলব। কিন্তু পরদিন সকালে চরণ কস্টিউম পরে সেটে হাজির হয়। এমনকি আমাদের আগেই সেটে এসেছিল। তাকে জিজ্ঞেস করলে বলেছিল, শুধু আমার সেটে থাকতে চায়। এভাবেই আমার সিনেমায় সে যুক্ত হয়েছে। পরে শুটিংয়ে আমরা অনেক ভালো সময় কাটিয়েছিলাম।’

‘জাঞ্জির’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রাম চরণ। কিন্তু বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলেনি এটি। তবে ‘ট্রিপল আর’ সিনেমা মুক্তির পর হিন্দি সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এদিকে আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘গডফাদার’। মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেক এটি। মূল সিনেমায় অভিনয় করেছেন মোহনলাল। ‘গডফাদার’ সিনেমায় চিরঞ্জীবী-সালমান ছাড়াও আছেন নয়নতারা।

গাছের গোড়ায় জমে থাকা পানিতে বড়শি দিয়ে বিশাল বড় শিং মাছ ধরলো যুবক

অন্যদিকে, ‘ভাইজান’ থেকে পরিবর্তন করে বর্তমানে সালমানের সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমায় আরো আছেন পূজা হেগড়ে, ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।