বিনোদন ডেস্ক : খুনের হুমকি পাওয়ার পর বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ। সালমান খানের জন্য “ওয়াই প্লাস” নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে, এখন সালমানের নিরাপত্তায় স্পেশাল কমান্ডোরা উপস্থিত থাকবেন।এই কমান্ডোদের নিয়ে সব জায়গায় যেতে হবে অভিনেতাকে। এর আগে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ও অক্ষয় কুমার এই “ওয়াই প্লাস” নিরাপত্তা পেয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সালমান খানকে খুনের ভয়ংকর ছক কষেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং।
গত ৫ জুন প্রাতর্ভ্রমণের সময় সালমানের বাবা বলিউডের খ্যাতনামা লেখক সেলিম খান একটি উড়োচিঠি পেয়েছিলেন। ওই চিঠিতে সালমান ও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সেলিম খান বান্দ্রা পুলিশ স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তার পর মুম্বাই পুলিশের পক্ষ থেকে সালমান আর তার পরিবারের সুরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছিল।
এ বছরের মে মাসের শেষ দিকে বিখ্যাত পাঞ্জাবি গায়কই সিধু মুসওয়ালা লরেন্স বিষ্ণোই গ্যাং এর হাতে নিহত হন। এরপরই পাঞ্জাব পুলিশের অভিযানে এই গ্যাংয়ের বেশ কয়েকজন দুষ্কৃতিকারী ও লরেন্স বিষ্ণোইকে গ্রেপ্তার করা হয়। তারা পুলিশের কাছে সালমানকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন।
পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি মুম্বাইয়ের বাড়ির বাইরে সালমানকে খুন করা সম্ভব না হতো, তাহলে পানভিলা ফার্মহাউজে ঢোকার সময় তাকে খুনের ছক কষেছিল দুষ্কৃতিকারীরা। ২০১৭ ও ২০১৮ সালেও পরপর দুবার সালমানকে প্রাণে মেরে ফেলার ছক কষেছিল এই দুষ্কৃতিকারীরা। এসব প্রকাশ পাওয়ার পরই সালমানের জন্য মুম্বাই পুলিশ ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছে।
এই মুহূর্তে “বিগ বস-১৬” এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। এছাড়াও খুব শিগগিরই “কিসি কা ভাই, কিসি কি জা” সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।