সালমান খানের সঙ্গে এবার বিশ্বের সেই ক্ষুদে গায়ক অভিনয় করবেন

সালমান খান

বিনোদন ডেস্ক : সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েলের শুটিং শুরু হয়েছে। এতে তার সঙ্গে দেখা যাবে বিশ্বের সবচেয়ে ক্ষুদে গা আবদু রোজিককে।

সালমান খান

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আবদু তাজিকিস্তানের বাসিন্দা। সে ক্ষুদে হলেও তার গায়কি বড় বড় গায়ককে চ্যালেঞ্জ করতে পারে। তিনি সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল। আর এখন সবাই এক নামেই চেনে তাকে।

সেখানে আরো বলা হয়েছে, বলিউডের ভাইজানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত তিনি। আবার সালমানও ফ্যান হয়ে গেছেন ক্ষুদে তারকার।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবদু রোজিক খালিজ টাইমসকে দেওয়া বিবৃবিতে বলেছেন, ‘সালমান খানের সঙ্গে বলিউডে অভিষেক হতে পেরে আমি খুবই আনন্দিত। কখনো ভাবিনি এত বড় তারকার সঙ্গে সিনেমা করব।’

শ্রাবন্তী হট প্যান্ট পরা খোলামেলা ছবি ভাইরাল

এদিকে নতুন সিনেমার গল্প সম্পর্কে কিছু বলতে চাননি সালমান। একইসঙ্গে এতে কে কে অভিনয় করছেন তাও জানাতে চাননি। শুধু জানিয়েছেন, সিক্যুয়েলেও চমক থাকবে। এই সিনেমায়ও থাকবে সীমান্তের গল্প।