সালমান খানের সঙ্গে থাকা অনাথ শিশুটি আজ ১৩০ কোটি টাকার মালিক

সালমান খান

বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়া সালমান খান একটি ছবি আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে কম বয়সী অভিনেতার সঙ্গে একটি শিশু। আর এই শিশুটি কে? সেই নিয়েই তোলপাড় শুরু হয়েছে নাটি কেন্দ্রের মধ্যে। যদিও এই শিশুটি আজ আর শিশু নেই, এখন তার বয়স ৩৪ বছর।

সালমান খান

জানা গেছে, এই শিশুটি অনাথ। এই শিশুটির ফুটপাতে জন্ম আর সেখানেই তার মা মারা যান। এরপর রাস্তায় কাঁদে থাকা এই শিশুটিকে সালমান খানের বাবা সেলিম খান নিজেদের ঘরে নিয়ে এসে সন্তান স্নেহের মানুষ করেন। সেলিম খান ও হেলেন খানের দত্তক নেওয়া সন্তান হল অর্পিতা।

আর খান পরিবারে চোখের মনে হয়ে উঠেছেন অর্পিতা। তার জন্মদিনে সালমান খান সামাজিক যোগাযোগের মাধ্যমে তার বোন অর্পিতার পুরনো ছবিখানা শেয়ার করেন। যদিও তিনি বিনোদন জগতের সাথে যুক্ত না তবে, সেলিব্রেটি মানুষের সঙ্গেই নিত্য তার ওঠাবসা।

সালমান খান

তবে অর্পিতাকে কখনো গ্ল্যামারের দুনিয়া আকৃষ্ট করেনি, বরং তিনি লন্ডন স্কুল অফ ফ্যাশন থেকে লেখাপড়া করেছেন। এখন তিনি পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। ২০১৪ সালে আয়ুশ শর্মাকে বিয়ে করেন অর্পিতা। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে।

ফাঁকা ঘরে একা একা যা করলেন শ্যামা

আশ্চর্যের বিষয় হল, অর্পিতার জন্ম ফুটপাতে হলেও বর্তমানে তিনি ১৩৪ কোটি টাকার মালিক। তার থেকে পিছিয়ে রয়েছেন তার স্বামী আয়ুশ। বর্তমানে মুম্বাইতে যে বাড়িতে অর্পিতা থাকেন তার দাম ১০ কোটি টাকা। সালমান খান তাদের বিয়েতে উপহার হিসেবে রোলস রয়েস ফ্যান্টম দিয়েছিলেন, দাম ৪ কোটি টাকা।