বিনোদন ডেস্ক : বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। যুগের পর যুগ ধরে সালমানের পরিবারের সবার যোগ রয়েছে বলিউডের সঙ্গে। এবার বলিউডে পা রাখছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির ‘ফররে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন আলজে। সম্প্রতি মুম্বাইয়ে এ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। ২৪ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘ফররে’। ভাগ্নির অভিষেক সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন মামা সালমান খান।
ভাগ্নির বলিউড অভিষেকে প্রথম থেকেই পাশে রয়েছেন সালমান। বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল সিনেমা নয়, একদম অন্যরকম সিনেমা বেছে নিয়েছেন আলিজে।
অস্ট্রেলিয়াকে শুভেচ্ছায় ভাসিয়ে যা লিখলেন পাকিস্তানের ক্রিকেটাররা
সালমান খানের বোন আলভিরা এবং ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজে। অতুল অগ্নিহোত্রীও নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা। নানা পাটেকরের সঙ্গে ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সালমান অভিনীত ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ইত্যাদি সিনেমা প্রযোজনা করেছেন অতুল। আলভিরা পেশায় একজন সিনেমা প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।