বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খান প্রায়ই ধর্ম ও রাজনৈতিক নানা প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে থাকেন। তবে তিনি বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
সম্প্রতি ভারতের এক আলোচিত ইস্যু গরুর মাংস খাওয়া নিয়ে কথা বলেছেন সালমান। তিনি জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি কখনো গরুর মাংস খান না।
গোমাতাকে মা বললেন সালমান
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, “হিন্দু ধর্মে যেমন গরুকে মা হিসেবে পূজা করা হয়, আমার কাছেও তা মায়ের মতো। তাই গরুর মাংস খাই না, এমনকি ছুঁয়েও দেখি না।”
সাক্ষাৎকারে তাকে পছন্দের খাবার সম্পর্কে প্রশ্ন করা হলে সালমান জানান, “আমি গরুর মাংস ও শুয়োরের মাংস বাদে সবকিছু খাই। আমার মা হিন্দু, বাবা মুসলিম, আর আমার সৎ মা খ্রিষ্টান। ফলে আমার কাছে সব ধর্মই সমান। প্রত্যেকেরই উচিত সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।”
তিনি আরও বলেন, “আমার বাড়ি এক টুকরো হিন্দুস্তান। এখানে সব ধর্মের উৎসব পালিত হয়।”
🇮🇳 দেশদ্রোহী তকমা? তবু ভারতের সংস্কৃতি প্রচার!
সালমান খান তার পদবির কারণে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই তাকে পাকিস্তানে চলে যেতে বলেছে। তবে এসব সমালোচনার জবাবে তিনি বরাবরই ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরেছেন।
সিনেমার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দুস্থদের সাহায্য করা—সবকিছুই করেছেন তিনি। তার পরিবারে যেমন দিওয়ালি ও গণেশ চতুর্থী পালিত হয়, তেমনই ঈদও উদযাপিত হয়।
নতুন ছবিতে সালমান
বর্তমানে সালমান খান ব্যস্ত তার নতুন অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’-এর শুটিংয়ে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে থাকছেন রাশমিকা মান্দানা। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।