প্রায় সাড়ে তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন সালমান খান। এই দীর্ঘ সময়ে একাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে তার সিনেমার সেটে নায়িকাদের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে না চললে নাকি কাজই করা যায় না!
‘জয় হো’ ছবির নায়িকা ও সালমানের ঘনিষ্ঠ সহকর্মী ডেইজি শাহ সম্প্রতি জানিয়েছেন, ভাইজানের সেটে পোশাক নিয়ে কড়া বিধিনিষেধ চালু থাকে। বিশেষ করে মেয়েদের ছোট পোশাক বা বক্ষবিভাজিকা দৃশ্যমান থাকে এমন পোশাক পরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।
এমনকি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তিম’ ছবির শুটিংয়েও এ নিয়ম মানতে হয়েছে নায়িকাদের। সেটে কেউ ছোট পোশাক পরে কাজ করতে পারেননি!
ডেইজি বলেন, সালমানের মতে- শরীর প্রদর্শনের চেয়ে শরীর ঢেকে রাখা মেয়েদের আরও সুন্দর করে তোলে। তাই তিনি চান না, কোনো অভিনেত্রীকে তার ছবিতে কেবল ‘শো-পিস’ হিসেবে ব্যবহার করা হোক।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে বলিউডে অভিষেক করেছিলেন সালমান খান। সেই সময় আজকের প্রজন্মের অনেক নায়িকার বয়স ছিল মাত্র এক-দুই বছর। অথচ আজ তাদের সঙ্গেই সমানতালে অভিনয় করে চলেছেন তিনি। শুধু তাই নয়, বলিউডে অনেক নায়িকার ক্যারিয়ার গড়ে দিতেও সাহায্য করেছেন সাল্লু মিয়া।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।