ক্যাটরিনার স্বামী ভিকির নাচে মুগ্ধ সালমান খান!

Viki-Salman

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের বিয়ের পর থেকে এই বলিউড অভিনেতার সঙ্গে সালমান খানের সম্পর্ক শীতল বলেই ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। এমনটা হওয়া অস্বাভাবিক ছিল না মোটেও, কারণ একটা লম্বা সময় যে ক্যাটরিনার প্রেমে হাবুডুবু খেয়েছেন সালমান, তা কে না জানে!

Viki-Salman

তবে সম্প্রতি ভিকি কৌশলের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ব্যাড নিউজ’-এর একটি গান প্রকাশের পর সে ‘ভ্রম’ ভেঙে গেছে। সালমান রীতিমতো ভিকির ড্যান্স মুভের দিওয়ানা হয়ে গেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকির নাচের প্রশংসা করে সালমান লিখেছেন, ‘দারুণ মুভস ভিকি। গানটাও ভালো মনে হচ্ছে। শুভকামনা।’

সালমানের এই স্টোরি নিজের প্রোফাইলে শেয়ার করে ‘উরি’ খ্যাত অভিনেতা ভিকি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সালমান স্যার। এটা আমার এবং (সিনেমার) পুরো দলের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

দীর্ঘ সময় ধরে সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও সে সম্পর্ক পরিণতি পায়নি। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা কাইফ।

উল্লেখ্য, ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমা মুক্তি পাবে ১৯ জুলাই। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। সিনেমায় ভিকির সঙ্গে দেখা যাবে ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।