বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ সিনেমার ট্রেইলারে ন্যাড়া মাথার শাহরুখ খান যেমন ‘চমক’ তৈরি করেছিলেন, তেমনি সালমান খানও প্রায় মুণ্ডিত মস্তক নিয়ে সমানে এসে নানা ধরনের জল্পনা উসকে দিয়েছেন।
দুদিন আগেও মুম্বাইয়ে একটি ডকু সিরিজের স্ক্রিনিংয়ে একমাথা চুল নিয়ে হাজির হন বলিউডের ভাইজান। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই লুক বদলে ফেললেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ে এক রোস্তোরাঁর সামনে গাড়ি থেকে চিরাচরিত কালো পোশাকে নামেন সালমান। তার মাথার চুলগুলো এতটাই ছোট করে ছাঁটা, যে চট করে দেখলে মনে হয়, মাথা বুঝি কামিয়েই ফেলেছেন এই নায়ক।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এটি সালমানের নতুন কোনো সিনেমার লুক। আর সিনেমার প্রযোজক হলেন করণ জোহর। সিনেমাটি পরিচালনা করবেন কিয়ারা আদাভানি-সিদ্ধার্থ মালহোত্রার জনপ্রিয় সিনেমা ‘শেরশাহ’র নির্মাতা বিষ্ণু বর্ধন।
সিনেমায় ভাইজানকে প্যারামিলিটারি অফিসারের ভূমিকায় পাওয়া যাবে বলেই তার চুলের এই হাল। আগামী বছর বা ২০২৫ সালে হলে আসবে সিনেমাটি।
সবশেষ ২০১৬ সালে ‘সুলতান’ সিনেমায় সালমানকে এমন ছোট চুলের লুকে পাওয়া গিয়েছিল। তারও আগে ছোট চুলে সালমানের দেখা মেলে ২০০৩ সালে, ‘তেরে নাম’ সিনেমায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সালমানের নতুন লুকের ভিডিও দেখে ভক্তদের জল্পনা অবশ্য আলাদা। তাদের ধারণা ‘তেরে নাম’ সিনেমার সিক্যুয়েল নিয়ে আসছেন সালমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।