‘পাঠান’—এ যে চরিত্রে দেখা যাবে শাহরুখ-সালমানকে

শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। তবে আগে থেকেই ভক্তদের মাঝে গুঞ্জন ছিল সালমান খানকে অতিথি চরিত্রে দেখা যাবে এ সিনেমায়।

শাহরুখ-সালমান

কিন্তু ‘পাঠান’এ অভিনয় করা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এর লুক প্রকাশ পেলেও সালমান খানের লুক প্রকাশ করা হয়নি। তাই সালমানের ভক্তরা প্রতীক্ষায় ছিলেন ছবিটি মুক্তির জন্য।

গত ১০ জানুয়ারি ভারতসহ প্রায় ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমার ট্রেলার। ছবি মুক্তির পর অবশেষে দেখা গেল, ‘পাঠান’এ সালমান খানকে টাইগার লুকে দেখা গেছে।

ছবিতে একজন এজেন্টের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। দেশকে বাঁচাতে শত্রু পক্ষের সঙ্গে লড়ছেন তিনি। লড়াইয়ের একপর্যায়ে শত্রু পক্ষ যখন ঘিরে ফেলে শাহরুখকে, তখনই হাজির হন সালমান খান।

‘পাঠান’এ যে লুকে সালমানকে দেখা গেছে, সেই লুকেই তাকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি।

সেই ছবির লুকে অ্যাকশন দৃশ্যে ধরা দিলেন সালমান। ‘পাঠান’এর কল্যাণে অনেক দিন পর একই ফ্রেমে ধরা দিলেন বলিউডের এই দুই খান। অন্যদিকে সালমানের ‘টাইগার ৩’তেও অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

এ দিকে যশ রাজ ফিল্মস নতুন এক ‘স্পাই ইউনিভার্স’ তৈরি করছে। তাই এ সিরিজের পরের সিনেমা গুলোতে যশ রাজের বিভিন্ন সিনেমার চরিত্রকে দেখা যাবে। তাই ‘পাঠান’এ দেখা গেছে যশ রাজের ‘স্পাই ইউনিভার্স’এর আরেক সিনেমা ‘টাইগার’এর চরিত্র টাইগাররূপী সালমান খানকে।

রাস্তার মাঝে পাঞ্জাবি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী