বিনোদন ডেস্ক : বহু বছর পর প্রত্যাবর্তন করেই ফের বক্স অফিসে সুনামি তুলেছেন সানি দেওল। এ বছর সানি দেওলের মুক্তিপ্রাপ্ত ‘গাদার ২’ বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও উঠে এসেছে সিনেমাটি। সাফল্য আর প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেতা।
এরপর থেকেই নতুন করে আলোচনায় সানি দেওল। ভক্তরাও মুখিয়ে আছেন তাঁর পরবর্তী সিনেমার তথ্য পেতে। ঠিক এরই মাঝে ভক্তদের জন্য সুসংবাদ দিলেন সানি দেওল।
এর আগে জানা গিয়েছিল, আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’ শিরোনামের সিনেমায় অভিনয় করবেন সানি দেওল।
এছাড়া তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েলও আসবে। তবে সামনে ‘সাফার’ নামে একটি চলচ্চিত্রে দেখা যাবে অভিনেতাকে। সর্বশেষ তথ্য অনুসারে, এই সিনেমায় সানির সঙ্গে পর্দায় হাজির হবেন বলিউডের ভাইজান সালমান খান।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সাফারে ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন সালমান খান।
দেওল পরিবারের সঙ্গে সালমানের সম্পর্ক সবসময় ভাল। সালমান খানের বাবা সেলিম খানও ধমেন্দ্রর কাছের বন্ধু হিসেবে পরিচিত। এছাড়া সানি দেওলের সঙ্গেও সালমান খানের হিট চলচ্চিত্র রয়েছে নব্বইয়ের দশকে। দুজনেই ভাল বন্ধু। তাই সানির অনুরোধ বিনাবাক্যে গ্রহণ করে নিয়েছেন ভাইজান।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, ‘সাফার-এ সালমান খান একদিনের জন্য শুটিং করবেন এবং তিনি সুপারস্টার সালমান খানের ভূমিকাতেই অভিনয় করবেন। তাঁর চরিত্রটি চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ আবেগময় মুহূর্তে পর্দায় হাজির হবে। সালমান খান ইতোমধ্যেই সানি দেওলের সাথে শুটিং করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান সেই সূত্র।
এনচেলন প্রোডাকশনের অধীনে ‘সাফার’ প্রযোজনা করবেন বিশাল রানা। সিনেমাটির পরিচালনার দায়িত্ব কে পাচ্ছেন তা এখনো প্রকাশ করা হয়নি। সাফারের শুটিং শেষ করে সানি দেওল ‘লাহোর : ১৯৪৭’-এর জন্য শুটিং করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে পর্দায় আসবে ‘সাফার।’
এদিকে এ বছর ‘গাদার ২’ দিয়ে বক্স অফিসে নতুন মাইলফলক অর্জন করেছেন সানি দেওল। চলতি বছর বলিউডের শীর্ষ আয়কারী চলচ্চিত্রের তালিকায় জওয়ান ও পাঠানের পরই গাদার ২ জায়গা করে নিয়েছে। ভারতীয় বক্স অফিসে ৬২৫ কোটি ও বিশ্বব্যাপী ৬৮৭ কোটি আয় করে নিয়েছে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।