বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। এ সিনেমা দিয়ে ভারতে জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি।
পাকিস্তানি এই অভিনেত্রীর পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০১৫ সালের সেই ভিডিওতে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে ‘অশালীন’ বলে সম্বোধন করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’র একটি এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাবা। এটি ২০১৫ সালে প্রচারিত হয়। ওই শো-তে তাকে বলিউডের হৃতিক রোশন, ইমরান হাশমি, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ ও সালমান খানের সঙ্গে সিনেমার প্রস্তাব করা হলে তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
সালমান খান প্রসঙ্গে পাকিস্তানি এই অভিনেত্রী বলেন, আমি সল্লু ভাইকে খুবই ভয় পাই। তিনি খুবই অশালীন একজন মানুষ। তার সঙ্গে কাজ করাটাও কঠিন। তিনি কোরিওগ্রাফারকে মোটেও অনুসরণ করেন না। তিনি তার নিজস্ব শৈলী উদ্ভাবন করেন। তার জনপ্রিয় ‘দাবাং’-এর হুক স্টেপ তার একটি প্রমাণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।