স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের ম্যাচ থাকলে মাঝেমধ্যেই রুপালি জগতের অনেক তারকাকে দেখা যায় গ্যালারিতে। দলের মালিকই তো বলিউড তারকা প্রীতি জিনতা। অথচ সেই দলের বিদেশি বোলার কাগিসো রাবাদা বলিউড সুপারস্টার সালমান খানকে চেনেন না। তবে তিনি অন্য এক ‘খান’কে চেনেন, তিনি আফগান স্পিন মহাতারকা রশিদ খান।
পাঞ্জাবের অনুশীলনের পর এক সাক্ষাৎকারে রাবাদাকে সঞ্চালিকা প্রশ্ন করেন, ‘আপনি সালমান খানকে চেনেন?’ জবাবে রাবাদা বলেন, ‘না, আমি শুধু রশিদ খানকে চিনি। ‘ সালমানের বদলে রাবাদা আফগান লেগ স্পিনারের নাম বলায় সঞ্চালিকা হেসে গড়িয়ে পড়েন। পরে অবশ্য সালমানের ‘ওয়ান্টেড’ ছবির জনপ্রিয় সংলাপ বলতে শোনা যায় রাবাদাকে।
এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাঞ্জাবের আরো কয়েকজন বিদেশি ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বোলার ওডিন স্মিথকে সানি দেওলের ছবির সংলাপ বলতে শোনা যায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান এলিসকে সঞ্চালিকা প্রশ্ন করেন, তিনি শাহরুখ খানকে চেনেন কি না। জবাবে এলিস জানান, তিনি চেনেন। সেই সঙ্গে শাহরুখের ছবির সংলাপও শোনা গেছে তার মুখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।