বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘জওয়ান’ পরিচালনার পর, জনপ্রিয় পরিচালক অ্যাটলি তাঁর পরবর্তী সিনেমা ‘এ সিক্স’ নিয়ে নতুন পরিকল্পনা করেছিলেন। জানা গিয়েছিল, এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন বলিউড সুপারস্টার সালমান খান (Salman Khan)। তবে সাম্প্রতিক এক খবরে জানা গেছে, ছবিটির কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
৫০০ কোটির বাজেটের সিনেমা!
প্রথম থেকেই এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা ছিল। ছবির বাজেট ধরা হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা! অ্যাটলি এই সিনেমার মাধ্যমে একটি নতুন ও অনন্য জগৎ তৈরি করতে চেয়েছিলেন। এমনকি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসান-এর নামও শোনা যাচ্ছিল কাস্টিং তালিকায়। কিন্তু এখনও চুক্তি চূড়ান্ত হয়নি।
কেন স্থগিত হল এই সিনেমা?
সূত্রের খবর, সিনেমার কাস্টিং নিয়ে সমস্যার কারণে আপাতত এই প্রজেক্ট থমকে গেছে। শুরুর দিকে দক্ষিণী সুপারস্টারদের সঙ্গে কথা বলা হয়েছিল, কিন্তু তারা চুক্তিবদ্ধ হননি। এরপর অ্যাটলি সিদ্ধান্ত নেন, হলিউড অভিনেতা উইল স্মিথ-কে কাস্ট করার। এমনকি সালমান খান নিজেই উইল স্মিথের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দেন। তবে প্রযোজনা সংস্থা সান পিকচার্স চেয়েছিল, সিনেমাটিতে একজন দক্ষিণী সুপারস্টার থাকবেনই। এই বিষয়ে মতপার্থক্য হওয়ায় প্রজেক্টটি সাময়িকভাবে থেমে গেছে।
চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে?
প্রযোজনা সংস্থা চাইছে, ছবিটির গল্প ও কাস্টিং নিয়ে পুনর্বিবেচনা করা হোক। তবে একেবারে প্রজেক্ট বন্ধ হয়নি। সালমান খান ও অ্যাটলি এখনও আলোচনার মধ্যে আছেন এবং সমাধানের পথ খুঁজছেন। সূত্রের খবর, মার্চের শেষের দিকে ‘এ সিক্স’-এর ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সালমান-অ্যাটলির এই সিনেমাটি বলিউডের অন্যতম প্রতীক্ষিত প্রকল্পগুলোর একটি। পরিচালক অ্যাটলিও আগেই জানিয়েছিলেন, এটি তাঁর ড্রিম প্রোজেক্ট। তাই ভক্তরা এখন অপেক্ষায় আছেন, কবে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।