ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ সালমান খান

বিনোদন ডেস্ক : আবারও একসঙ্গে পর্দায় সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এ জুটির ব্যক্তিগত সম্পর্ক বদলেছে, তবে স্ক্রিনে তাদের ক্যামিস্ট্রি দর্শকপ্রিয়। আর তাই নবমীর খুশিকে আরও বাড়িয়ে দিতে প্রকাশ পেল অরিজিৎ সিংয়ের গাওয়া ‘টাইগার ৩’-এর প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’।

এদিকে ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ বলিউড ভাইজান। তার মতে যতবার তারা এক হয়েছেন ততবার দর্শকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। আর ‘জাস্ট চিল’ থেকে শুরু করে করে ‘মাশআল্লাহ’, ‘আইথে আ’ , ‘সোয়াগ সে সোয়াগাত’ গান দিয়ে দর্শক মাতিয়েছেন এ জুটি। এবারও তার ব্যতিক্রম নয়।

তাই সালমান খান বললেন, ‘ক্যাট তুমি ফাটিয়ে দিয়েছো! তোমার সঙ্গে নাচতে সব সময়ই ভালো লাগে।’

মজার ব্যাপার হচ্ছে ৩ মিনিট ৪৯ সেকেন্ডের এই গানে ১২টি পোশাকে দেখা গেছে ক্যাটকে। ঝলমলে কালারফুল পোশাকে ক্যাটরিনা সেজেছেন, তার সাথে উৎসবে মেতেছেন সালমান। তাছাড়া গানে টাইগারের ওপর থেকেও নজর সড়ানো দায়। সম্পূর্ণ গানটি ছিল ডান্সিং মুডের।

অন্যদিকে এ গানের মূল আকর্ষণ অরিজিৎ সিং। ৯ বছরে প্রথমবার অরিজিৎ গাইলেন সালমান খানের জন্য। তাই অবশ্যই গানটি দুজনের জন্যই খুব স্পেশাল। এই গানের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের দ্বন্দ্ব মিটিয়ে ফের এক হয়েছেন সালমান-অরিজিৎ।

উল্লেখ্য, ‘টাইগার ৩’ নির্মাণ করেছেন মনীশ শর্মা। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা। এতে সালমান ও ক্যাটরিনার সঙ্গে আছেন ইমরান হাশমি, ঋধি ডোগরা, কুমুদ মিশ্র, রণবীর শোরে প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। আগামী ১২ নভেম্বর ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।