বিনোদন ডেস্ক : বছর খানেক বাদে মন্দা কেরিয়ারের গ্রাফ উঠেছে। একের পর এক ফ্লপ দিয়ে দিওয়ালির মরশুমে অবশেষে ফাঁকা মাঠে ‘টাইগার’ গর্জন ছেড়েছেন। হিটের মুখ দেখলেও ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙতে ব্যর্থ! কিন্তু ‘টাইগার ৩’র (Tiger 3) সাফল্যের পরও ছেঁড়া জুতো পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচার করতে নামলেন সালমান খান।
সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (IFFI) যোগ দিতে গোয়াতে গিয়েছিলেন ভাইজান। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি ‘ফারে’ ছবির প্রচারে যখন সালমান মঞ্চে উঠেছেন, তখন তাঁর পায়ের দিকে পাপারাৎজ্জিদের নজর যায়। তাঁদের ক্যামেরার লেন্সেই ধরা পড়ল বলিউড সুপারস্টারের ছেঁড়া জুতো। যে ছবি মুহূর্তের মধ্যে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হয়ে যায়। কোটি কোটি টাকার মালিক হয়েও সালমানের এমন সাদামাটা অভ্যেস নজর কাড়ে সকলের। ভাইজানের এমন কীর্তি দেখে ভক্তদেরও শোরগোলের অন্ত নেই।
কারও মন্তব্য, “এই তো এবার নতুন ট্রেন্ড শুরু হল বলে!” আবার কেউ বলছেন, “এই জুতো জোড়া সম্ভবত উনি পরে আরাম পান।” আবার ভাইজান ভক্তদের কারও দাবি, “আরে উনি সালমান খান, ওঁর দেখনদারির প্রয়োজন পড়ে না।” প্রসঙ্গত, ‘টাইগার ৩’র সুবাদে বছর চারেকের ফ্লপ কেরিয়ার ঘুরে দাঁড়িয়েছে ভাইজানের। ইতিমধ্যেই গোটা বিশ্বে ৪৫০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে এই ছবি। ৩০০ কোটি বাজেটের এই ছবি নিয়ে যতটা আশা-প্রত্যাশা ছিল, ভক্তরা দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনে সমালোচকরা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।