সালমান খান ভারতীর সদ্যোজাত পুত্রকে অভিনেতা বানাবেন ?

ভারতীর সদ্যোজাত পুত্রকে

বিনোদন ডেস্ক : কমেডিয়ান ভারতী সিং আর তার স্বামী হর্ষ লিম্বাচিয়া এখন সন্তানসুখে আপ্লুত। গত রবিবার ভারতী এক পুত্রসন্তানের জন্ম দেন। নেটমাধ্যমে নিজেদের ছবি দিয়ে সুখবর জানিয়েছেন। যদিও সদ্যোজাতের কোনও ছবি তারা এখনও প্রকাশ করেননি। তবে শিশুটির জন্মের পরপরই ‘বিগ বস ১৫’-এর একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

ভারতীর সদ্যোজাত পুত্রকে

তিন মাসের পুরনো সেই অনুষ্ঠানে সন্তানসম্ভবা ভারতীর পাশে দাঁড়িয়ে চিত্রনাট্যকার হর্ষ। হাতে মিষ্টির বাক্স। তারা দু’জনেই সন্তানের আগমনবার্তা ঘোষণা করে সাধভক্ষণ অনুষ্ঠানে আমন্ত্রণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে।

শুধু তাই নয়, সালমানের আশীর্বাদ প্রার্থনা করে আরেক আবদার রাখেন ভারতী। বলেন, সালমানের খামারবাড়িতেই সাধভক্ষণের অনুষ্ঠান করতে চান, বাড়িটি কি দেবেন তিনি? উত্তরে রসিকতা করে সালমানও বলেন, ভারতী আর হর্ষের সন্তান হলে তাকে অভিনেতা বানানোর দায়িত্ব তার।

সালমানের সেই অভাবনীয় প্রতিশ্রুতিতে আহ্লাদে ফেটে পড়েন ভারতী। দম্পতিকে প্রাণ ভরে অভিনন্দন জানান ‘ভাইজান’ সালমান। হর্ষ আর ভারতীর সন্তান জন্ম নিতেই নেটদুনিয়ায় ভাইরাল তিন মাস আগের সেই অনুষ্ঠানের ভিডিও।

বিজ্ঞাপন দিয়ে মোবাইল ছিনতাই করতেন তারা

সেবার বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের সুখবরটি জানাতে বাড়ি বাড়ি গিয়েছিলেন হর্ষ আর ভারতী। মিকা সিং, ইউলিয়া ভান্তুর এবং প্রজ্ঞাও তাদের অভিনন্দন জানিয়েছিলেন। তারপর ধুমধামের মধ্যেই পৃথিবীর আলো দেখল ভারতী আর হর্ষ দম্পতির সন্তান। ছেলের কী নাম রাখবেন তারা, আপাতত তাই শোনার অপেক্ষায় নেটাগরিকরা।