বিনোদন ডেস্ক : সালমান খানের এমন কোনো পাঁড় ভক্তকে খুঁজে পাওয়া যাবে না, যে বলিউড ‘ভাইজান’র হাতের ‘ট্রেডমার্ক’ ব্রেসলেট দেখেনি। চরিত্র যাই হোক না কেন, সালমানের হাতে ওই ব্রেসলেট থাকেই।
রূপালী-নীল ব্রেসলেট নিয়ে সালমানভক্তদের কৌতুহলেরও শেষ নেই। ‘টাইগার’খ্যাত এই অভিনেতা অবশ্য একবার এক অনুষ্ঠানে এই ব্রেসলেটের রহস্য খোলাসা করেছিলেন। আর সেই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামের এক ফ্যান পেইজে শেয়ার করা হয়েছে। যেখানে তিনি জানিয়েছেন, ব্রেসলেটটি তিনি পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। কিভাবে তিনি সেটি পেয়েছিলেন, সেই স্মৃতিও তুলে ধরেছেন এই অভিনেতা।
ভিডিওতে দেখা গেছে, ওই অনুষ্ঠানের দর্শকসারিতে থাকা এক তরুণী সালমানের কাছে জানতে চান তার ব্রেসলিট সম্পর্কে।
জবাবে সালমান বলেন, তার বাবা সেলিম খান সবসময় এই ব্রেসলেটটি পরতেন। শিশুরা যেমন বিভিন্ন খেলনা নিয়ে খেলে, তিনিও বাবার ব্রেসলেট নিয়ে খেলতে পছন্দ করতেন। যখন তিনি সিনেমায় কাজ শুরু করেন, তার বাবা ঠিকই তাকে এই ব্রেসলেটের জন্য উপযুক্ত মনে করেছিলেন।
সালমান জানান, ব্রেসলেটের মাঝখানে থাকা নীল রংয়ের পাথরটির নাম ‘ফিরোজা’।
এই পাথরের মাহাত্ম্যও বর্ণনা করেন ‘ভাইজান’। এটিকে জীবন্ত পাথর হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই ধরনের পাথর আরেকটি আছে। সেটি হচ্ছে ‘আকিক’।
সালমান বলেন, “এটি যা করে তা হচ্ছে- যখন অপানার সঙ্গে খারাপ কিছু ঘটতে যাবে, তখন এই পাথর প্রথমেই সেটিকে ধরে ফেলবে, সমস্যার ভেতরে ঢুকবে তারপর সেটিকে ধ্বংস করে দিবে। এটি আমার কাছে থাকা সপ্তম পাথর।“
এই পাথরকে নিজের সৌভাগ্যের প্রতীক মনে করেন সালমান।
বর্তমানে সালমান নিজের রিয়েলিটি শো ‘বিগ বস’ এর দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন । বরাবরের মতো ‘বিগ বস ওটিটি ২’ তে উপস্থাপনা করবেন তিনি। ১৭ জুন থেকে জিও সিনেমায় প্রচারিত হবে এই শো।
সালমানকে সবশেষে দেখা গেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়। তবে তার এই ছবি ভক্তদের মন ভরাতে পারেনি, যথারীতি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসেও।
পাইপলাইনে রয়েছে তার টাইগার সিরিজের তৃতীয় সিনেমা। ‘টাইগার থ্রি’তে আবারও তাকে দেখা যাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় সালমানকে ক্যামিও চরিত্রে দেখেছে দর্শক। আর বলিউডের এই দুই তারকাকে মুখোমুখি হতে দেখা যাবে যশরাজ ফিল্মসের ‘টাইগার ভার্সাস পাঠান’ এ।
সবমিলিয়ে ভক্তদের আশা, আবারও ঘুরে দাঁড়াবেন ‘ভাইজান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।