বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান তার নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি অত্যাধুনিক গাড়ি কিনেছেন। এই গাড়িতে রয়েছে বুলেটপ্রুফ প্রযুক্তিসহ নানা আধুনিক ফিচার, যা তাকে যেকোনো বিপদ থেকে রক্ষা করতে সক্ষম।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসিতা নয়, বরং নিজের প্রাণনাশের আশঙ্কা থেকেই এই বিশেষ গাড়িটি কিনেছেন সালমান খান। তার নতুন গাড়ির মডেল হলো মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ এসইউভি।
এই এসইউভিটির বর্তমান বাজারমূল্য ভারতের মুদ্রায় প্রায় ৩.৪০ কোটি রুপি। এটি শুধু দামের দিক থেকেই নয়, নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। গাড়িটিতে রয়েছে ৪.০ লিটার টুইন-টার্বো ভি৮ ইঞ্জিন, যা ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড সিস্টেম-এর সঙ্গে যুক্ত। গাড়িটির কাচের পুরুত্ব প্রায় ৪১ মিলিমিটার, যার ফলে শক্তিশালী রাইফেলের গুলিও ঠেকাতে সক্ষম।
স্পিড এবং পারফরম্যান্সের দিক থেকেও এটি অসাধারণ। গাড়িটিতে রয়েছে ৯-স্পিড অটোমেটিক গিয়ারবক্স এবং ফোরম্যাটিক অল-হুইল ড্রাইভ ব্যবস্থা, যার ফলে মাত্র ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে। সর্বোচ্চ গতি পৌঁছাতে পারে প্রায় ২৫০ কিমি/ঘণ্টা।
নিরাপত্তার জন্য রয়েছে বুলেটপ্রুফ বডি প্যানেল ও শক্তিশালী গ্লাস। গাড়ির ভেতরের অংশও অত্যন্ত রাজকীয় – রয়েছে প্যানোরামিক সানরুফ, উন্নতমানের লেদার ইন্টেরিয়র, রিয়ার এক্সিকিউটিভ সিটিং, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং চার-জোন ক্লাইমেট কন্ট্রোল।
উল্লেখ্য, ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ায় শুধু গাড়ি নয়, সালমান তার বাড়িতেও নিরাপত্তা জোরদার করেছেন। বাড়ির দরজা-জানালায় বসানো হয়েছে বুলেটপ্রুফ সুরক্ষা ব্যবস্থা, এবং প্রতিটি কোণায় রয়েছে সিসিটিভি ক্যামেরা। তার নিরাপত্তায় ভারত সরকার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তাও দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।