বিনোদন ডেস্ক : সলমন খানের মেজাজ বোঝা বড় মুশকিল। কখন যে দয়াবান ‘ভাইজান’ থেকে তিনি ‘দাবাং’ মুডে চলে যান তা আন্দাজ করা মুশকিল। বুঝতে পারেননি মিঠুনপুত্র নামাসিও। সলমনের ‘রোষে’র মুখে তাঁকেও পড়তে হয়েছিল। মিঠুনপুত্রকে নাকি সেট থেকে বেরিয়ে যাওয়ার নিদান দিয়েছিলেন বলিউডের সুলতান।
এমনিতে সলমনের সঙ্গে মিঠুনের খুবই ভালো সম্পর্ক। ‘বীর’ ও ‘কিক’-এর মতো সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন দুজন। সেই মিঠুনের ছেলের সঙ্গে এমন ব্যবহার কীভাবে করলেন সলমন? মজার ছলে। হ্যাঁ, ভাইজানের এই রাগ আসল নয় নকল ছিল। নিছক ঠাট্টার ছলে তিনি এই কাজটি করেছিলেন তিনি। তাও আবার অনেকদিন আগে।
নামাসি তখন প্রথম সিনেমা ‘ব্যাড বয়’-এর শুটিং চলছিল। সলমন সেই সময় রাধে সিনেমার শুটিং করছিলেন। নিজের শুটিং শেষ করে মেহবুব স্টুডিওয় সলমনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নামাসি। সলমনের পায়ে হাত দিয়ে প্রণাম করেন মিঠুনপুত্র। এতেই রেগে যাওয়ার ভান করেন করেন সলমন।
বেশিক্ষণ অবশ্য এই ভান করতে পারেননি সলমন। নামাসিকে জড়িয়ে ধরেন তিনি। তার পর বলেন, “আমি তো তোমার বয়সেরই, এমন বাজে কাজ আমার সঙ্গে করবে না। এই কাজ যদি আবার করো, বিশেষ করে যখন দিশা (দিশা পাটানি) এখানে বসে আছে, তাহলে আমি তোমাকে সেট থেকে তাড়িয়ে দেব বুঝলে।” সলমনের এই সহজ ব্যবহার আজও নামাসির জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত। ‘ব্যাড বয়’ বক্স অফিসে ভালো চলেনি, তবে হাল ছাড়ছেন না মিঠুনপুত্র। নিজের জোরে পায়ের তলার মাটি শক্ত করতে চান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।