বিনোদন ডেস্ক : বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান। আসছে ২৫ নভেম্বর মুক্তি পাবে তার অভিনীত ‘ভেড়িয়া’ সিনেমাটি। আর এর মাঝেই নিজের জীবনে বেজে উঠল বেদনা সুর। চলচ্চিত্র পরিচালক ডেভিড ধবনের পুত্র বরুণ ধাওয়ান জটিল রোগে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বরুণ জানান, ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’-এ আক্রান্ত তিনি।
তিনি আরও জানান, তারকারা সবসময় লাইমলাইটে থাকেন বলে যে তাদের জীবনের সবটাই রঙিন আর জমকালো তেমনটা ভাবার কোনো কারণ নেই। তাদেরও আর পাঁচজনের মতোই শারীরিক অসুস্থতায় ভুগতে হয়।
এই রোগ এতটাই জটিল যে শরীরের ভারসাম্য নষ্ট করে দিয়ে স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটায়। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগে কেন্দ্রীয় ভেস্টিবুলার সিস্টেমের কার্যকারিতা নষ্ট হয়।
ইপোফাংশনের জেরে আংশিক বা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যেতে পারে। এই রোগ আঘাত থেকে হতে পারে, আবার স্নায়ুজনিত, সংক্রমিত, জেনেটিকও হতে পারে।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।