১৯৯৫ সালের ১২ আগস্ট। এদিন ছিল সালমান শাহ-সামিরার বিবাহবার্ষিকী। বিবাহ বার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন।

সেই হোটেলেই ছিলেন শাহরুখ খান। শাহরুখ, স্ত্রী গৌরীকে সঙ্গে করে হাতে ফুল নিয়ে সালমান শাহর রুমে আসেন- সালমানের আলোচিত ছবির পেছনের গল্পটা এমনই।
জানালেন সালমানের একটি ঘনিষ্ঠসূত্র। তিনি কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে জানালেন সালমান শাহ ও শাহরুখের বহুল আলোচিত ছবিটির পেছনের গল্প।
১৯৯৫ সালে সালমানের কাছ থেকে সংগ্রহ করে প্রথম প্রকাশ হয় জনকণ্ঠে। সেখানেই ছবির পেছনের গল্পও রয়েছে।
সূত্রের ভাষ্যমতে, বিবাহ বার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে যান। সেখানের একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন।
সেদিন হোটেলে লোকজন কম ছিল। সালমান খান হোটেলের ম্যানেজারকে বললেন, আজ রাত ৯ টায় পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দেবো। তখন ম্যানেজার জিজ্ঞেস করেন, আপনি দেবেন কেন? সালমান সেসময় বলেন, আজ আমাদের বিবাহ বার্ষিকী, আমি বাংলাদেশের সুপারস্টার। এই বিশেষদিনে বিল আমি দেব।
সূত্রটি বলছে, ওই হোটেলে ছিলেন শাহরুখ খান।
একই ব্যাংকে একাধিক একাউন্ট, এফডিআর ও ডিপিএস করা যাবে? জেনে নিন
তিনি স্ত্রী গৌরী নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই ডিনার একজন করাচ্ছে তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান খান। তিনি আরো জানতে পারেন আজ তাঁর বিবাহ বার্ষিকী। শাহরুখ ডিনার করেন। ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর জেনে নেন, এরপর ফুল নিয়ে তাঁর রুমে হাজির হন। সালমান বিস্মিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর ছবি তোলেন তারা। সালমান ও শাহরুখের মধ্যে সে সময় সিনেমা নিয়েও কথা হয়। এবং দুজনে মিলে একটি সিনেমা করার কথাও হয়েছিল।
শোনা যায়, ২০১০ সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহর সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



