সালমান-শাহরুখ ভক্তদের মারামারি, ভাইরাল ভিডিও

সালমান-শাহরুখ

বিনোদন ডেস্ক : বিটাউনে ভালো বন্ধুত্বের পাশাপাশি রেষারেষির উদাহরণও কিছু কম নেই। কোনো সিনেমার সাফল্যে যেমন তারকাদের মধ্যে সখ্য গড়ে ওঠে, তেমনই বক্স-অফিসের আয়ের জেরে ভেঙে যায় অনেক সম্পর্কও। তবে বক্স-অফিস ও ব্যবসায়িক সাফল্যের চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েও টিকে যায় খাঁটি বন্ধুত্বের সম্পর্ক।

সালমান-শাহরুখ

তেমনই সমীকরণ বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও সালমন খানের মধ্যে। পর্দায় দুই খানের রসায়ন যেমন অপ্রতিরোধ্য, পর্দার বাইরেও খুব ভালো বন্ধু তারা। তবে শাহরুখ-সালমানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তাদের ভক্তদের মধ্যেকার সম্পর্ক একেবারেই সাপে-নেউলে!

সম্প্রতি তার নতুন উদাহরণ দেখা গেল এক প্রেক্ষাগৃহের বাইরে। হলে ‘জাওয়ান’ সিনেমা দেখতে গিয়ে ‘টাইগার থ্রি’র পোস্টার ছিঁড়ে ফেলেন শাহরুকেহ ভক্তরা। বিষয়টি নজরে পড়তেই মাঠে নামেন সালমানের ভক্তরা। সালমান-শাহরুখ ভক্তদের মধ্যে শুরু হয় তুমুল মারামারি।

শুধু তাই নয়, দুই খানের ভক্তদের মারামারিতে পরিস্থিতি সামাল দিতে পুলিশও আসে ঘটনাস্থলে। সালমান-শাহরুখ ভক্তদের হাতাহাতি থামাতে ঘাড় ধরে প্রেক্ষাগৃহ থেকে বের করে দেন তারা।

ইতোমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, মুখে ‘জাওয়ান’র মতো ব্যান্ডেজ বাঁধা তরুণদের কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।

‘কুইন অফ বেঙ্গল’ হলেন শ্রাবন্তী

যা দেখে নেটিজেনদের একাংশের মন্তব্য, এবার জওয়ানি বের করে দেবে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা, সেটা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ‘জাওয়ান’। রীতিমতো বিশ্বব্যাপী ঝড় তুলেছে সিনেমাটি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের ‘টাইগার থ্রি’। এতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। সূত্র : আনন্দবাজার