বিনোদন ডেস্ক : গ্ল্যামার জগতে হামেশাই তারকারা একে অপরের প্রেমে পড়েছেন। একাধিক সময় সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। কারও কারও বিবাহবর্হিভূত সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি। কারও কারও সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তেমনি বলিউডের কয়েকটি প্রেম কাহিনীও রয়েছে-
অমিতাভ বচ্চন ও রেখা : বলিউডের অন্যতম চর্চিত প্রেম রেখা এবং অমিতাভ। ‘দো আনজানে’-এর সেট থেকে দু-জনের সম্পর্কের সূত্রপাত। অমিতাভ সেই সময় জয়া ভাদুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। সেই সময় আচমকা নীতু কাপুর এবং ঋষি কাপুরের বিয়েতে মাথায় সিঁদুর হাতে শাখা-পলা পরে এসেছিলেন রেখা। সেই নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। ‘সিলসিলা’ ছবির পরই বিচ্ছেদ হয় জুটির। পরিচালক যশ চোপড়ার তাঁদের সম্পর্কের সিলমোহর দিয়েছিল।
সালমান খান ও ঐশ্বর্য রায় : ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯) ছবির সেট থেকেই একে অপরের প্রেমে পড়েন সলমন-ঐশ্বর্য। দুই পরিবারের সঙ্গেও বেশ সখ্যতা গড়ে উঠেছিল। ২০০১ সালে আচমকা ঐশ্বর্যের থেকে বিয়ে করার প্রতিশ্রুতি চেয়ে বসেন অভিনেতা। পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করে যখন সলমন ঐশ্বর্যর কর্মজীবন বিগড়ে দেওয়ার চেষ্টা করেন, এমনকি শারীরিক ভাবেও অভিনেত্রীকে নির্যাতন করেন। এরপরই ২০০২ সালে দু-জনের বিচ্ছেদ হয়।
করিশ্মা কাপুর ও অভিষেক বচ্চন : দীর্ঘ ৫ বছর সম্পর্কে ছিলেন এই জুটি। অনেকেই ভেবেছিলেন বিয়ে করবেন তাঁরা। কিন্তু ভাগ্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল ঐশ্বর্যের জন্য তৈরি অভিষেক। দু-জনের বাগদান পর্ব সারা হয়ে গেলেও, শোনা যায় তাঁদের সম্পর্কে হস্তক্ষেপ করেছিলেন করিশ্মার মা ববিতা। তিনি চাননি মেয়ে করিশ্মা নিজের থেকে কোনও কম প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোক।
ধর্মেন্দ্র ও হেমা মালিনী : ১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ -এর সেটে পরস্পরের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। সে সময় প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্যজীবনে ছিলেন ধর্মেন্দ্র। তাঁর দুই ছেলে সানি এবং ববি দেওলও খুব ছোট ছিলেন সে সময়। তবে সামাজিক শিকল ভেঙে হেমার হাত ধরে পথচলা শুরু করে দ্বিধা করেননি ধর্মেন্দ্র।
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর : অর্জুনের সঙ্গে মালাইকার বয়সের ব্যবধান ১১ বছরের কাছাকাছি। আর এই নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছেন এই যুগল। কিন্তু, সেই সমালোচনার পরোয়া কোনও কালেই করেননি অর্জুন এবং মাল্লা। এখনও সম্পর্কে রয়েছেন তাঁরা।
হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াত : সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই হৃতিকের কেরিয়ারে আসে কালো অধ্যায়। বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনার সঙ্গে সম্পর্ক নিয়েও জোর জল্পনা শুরু হয় বি-টাউনে। কঙ্গনা স্বীকার করলেও তা মানতে রাজি হননি হৃত্বিক। এই বিতর্ক শেষ পর্যন্ত আইনি পথেও গড়িয়েছে। এমনকী আদালতে এই নিয়ে কেস চলছে, যা কোনও সুরাহা হয়নি এখনও।
শাহরুখ কন্যা সুহানাকে চেনাই যাচ্ছেনা, বোল্ড লুক তুমুল ভাইরাল
রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন : ২০১৫ সালে ‘তামাশা’ ছবির পর পরই ব্রেকআপ হয় এই জুটির। শোনা যায়, ক্যাটরিনার প্রেমে পড়েই দীপিকার সঙ্গে বিচ্ছেদ করেছিলেন রণবীর। সেই সময় খারাপ মানসিক অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন দীপিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।