পাঠানের সাফল্যে সালমানের উচ্ছ্বাস

পাঠানের সাফল্যে সালমানের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক : ফিরেছেন বলিউড বাদশা। আর ফিরলেন রাজার বেশেই। এখন ভারতজুড়ে আলোচিত একটিই নাম, শাহরুখ খান। অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ নিয়েই চলছে তুমুল আলোচনা, উচ্ছ্বাস। বুধবার বিশ্বব্যাপী বড় পর্দায় আসা সিনেমাটি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, মাত্র ২ দিনে বিশ্বব্যাপী আনুমানিক ২১৯ কোটি রুপি আয় ছাড়িয়েছে পাঠান।

পাঠানের সাফল্যে সালমানের উচ্ছ্বাস

এদিকে করণ জোহর থেকে আলিয়া ভাট, হৃতিক রোশন থেকে কৃতি স্যানন, সায়ানি গুপ্তা থেকে নেহা ধুপিয়া এবং আরো অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ এবং তার সহ-অভিনেতা দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে পাঠানের সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছেন। এবার শাহরুখকে অভিনন্দন জানালেন বলিউড ভাইজান ও শাহরুখের ‘ইন্ডাস্ট্রি ভাই’ খ্যাত সালমান খান। বিশেষ সূত্রে জানা গেছে, শাহরুখকে ফোন করে পাঠানের সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সালমান। সিনেমাটিতে একটি বিশেষ ক্যামিও রয়েছে সালমানের।

খবর অনুযায়ী, পাঠান সিনেমায় ক্যামিও থাকা সালমান খান শাহরুখের সাফল্যে দারুণ খুশি। একটি সূত্র ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলাকে জানিয়েছে, বক্স অফিসে পাঠানের ৪০০ কোটি রুপি অতিক্রম করার আশা ব্যক্ত করেছেন সালমান খান। শাহরুখের সাফল্যকে নিজের করেই দেখছেন এই অভিনেতা।

পাঠানে সালমানের ক্যামিও সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। থিয়েটারে ভক্তরা বড় পর্দায় দুই সুপারস্টারকে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে দেখে দারুণ উচ্ছ্বসিত। শুধু তাই নয়, সালমানের ক্যামিওর কয়েকটি ক্লিপ অনলাইনে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এছাড়াও সিনেমাটির একটি বিশেষ দৃশ্যে শাহরুখ এবং সালমানকে আরও অ্যাকশন-প্যাকড অ্যাডভেঞ্চারের জন্য পুনরায় একত্রিত হওয়ার প্রতিশ্রুতি দিতেও দেখা যায়। সালমানের আসন্ন ‘টাইগার ৩’তে সালমান এবং ক্যাটরিনা কাইফের পাশাপাশি একটি ক্যামিওতে দেখা যাবে শাহরুখকে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

৩২ বছর পর কাশ্মীরে ‘হাউসফুল’