বিনোদন ডেস্ক : ১৯৮৯ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন সালমান। তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে পরিচিতি পেতে শুরু করেন অভিনেতা।
বলিউড তারকা সালমানের আয়ের হিসাব এখন না করলেও চলে। দু হাতে তিনি যে অর্থ উপার্জন করেছেন তার পরিমান অনেক। সঙ্গে আছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তাও। তবে এই সালমানের প্রথম আয় কত ছিল জানেন?
হোটেলে এক বন্ধুর সঙ্গে নাচতে গিয়ে প্রথম আয় করেছিলেন ‘ভাইজান’। সেটা ছিল মাত্র ৭৫ রুপি। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন এ কথা।
বলিউডের অন্যতম মোস্ট এলিজেবল ব্যাচেলর সুপারস্টার সালমান খান। শুরু থেকেই কিন্তু এতটা লাইমলাইটে ছিলেন না সেলিম পুত্র। বরং অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে।
কঠোর পরিশ্রমের ফলে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সালমান। অভাবনীয় প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে অজস্র ভক্তের হৃদয়ে রাজত্ব করেন ভাইজান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৯ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন সালমান। তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে পরিচিতি পেতে শুরু করেন অভিনেতা।
‘পার্টনার’, ‘দাবাং’, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ সহ অনেক সুপারহিট সিনেমা রয়েছে সালমানের ঝুলিতে।
এত সফল ক্যারিয়ার থাকলেও অনেকের অজানা, অভিনয়ে আসার আগে মুম্বাইয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান। সেটাই ছিল তার প্রথম চাকরি।
এমনকি তাজ হোটেলে একটি শোয়ে নাচ করে প্রথম উপার্জন করেছিলেন অভিনেতা। জীবনের প্রথম সেই কাজে ৭৫ রুপি পেয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, আমার প্রথম উপার্জন, ওই ৭৫ রুপির মতো। তাজ হোটেলে একটা শোয়ে নেচেছিলাম। আমার একটা বন্ধু সেখানে নাচতে গিয়েছিল, সঙ্গে আমাকেও নিয়ে গিয়েছিল আনন্দের জন্য (আমিও গিয়েছিলাম)। এরপর ক্যাম্পা কোলা (সফ্ট ড্রিংক্স ব্র্যান্ড)-র সময় ৭৫০ রুপি, তারপর প্রায় দীর্ঘ সময় ১৫০০ রুপি নিতাম আমি। ম্যায়নে পেয়ার কিয়ার সময় ৩১ হাজার রুপি পেয়েছিলাম। পরে সেটাই ৭৫ হাজার রুপিতে উঠেছিল।
গত ২৭ নভেম্বর ৫৮ বছরে পা দিয়েছেন সালমান খান। জীবনের ৫৮ বসন্ত পার করেও সালমান এখনও তিনি চিরকুমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।