অভিষেকের অপেক্ষায় সালমানের ভাগ্নি আলিজেহ

আলিজেহ

বিনোদন ডেস্ক : গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন তারকা সামাজিক মাধ্যমে ‘ফ্যারে’ নামে একটি শিরোনামের চিত্র সহ কিছু তথ্য শেয়ার করছেন। যদিও এই প্রকল্পটি কি বা এতে কারা থাকবে সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি কেউই।

আলিজেহ

তবে বলিউড হাঙ্গামার সূত্র অনুসারে, প্রকল্পটির বিষয়ে সপ্তাহান্তে বিস্তারিত ঘোষণা করবেন সালমান খান। ধারনা করা হচ্ছে, ‘ফ্যারে’ একটি নতুন প্রকল্পের শিরোনাম যার মাধ্যমে সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

ইন্ডাস্ট্রির একজন অভ্যন্তরীন সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, “এই রবিবার সালমান খান প্রকল্পটি ঘোষণা করবেন। ‘ফ্যারে’ একটি ফিল্ম যাতে অতুল অগ্নিহোত্রী এবং আলভিরা খানের মেয়ে আলিজেহ অগ্নিহোত্রী অভিনয় করবেন বলে জানা গেছে।”

তবে এই নতুন প্রকল্পটির মাধ্যমে কি আলিজেহের আত্মপ্রকাশ হবে, প্রশ্নে সূত্রটি জানিয়েছে, “আলিজেহ ইতিমধ্যে ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর পরিচালক সৌমেন্দ্র পাধির একটি নতুন সিনেমাতে স্বাক্ষর করেছেন। সেটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

ভক্তের উপহারে চমকে গেলেন মিম

কিন্তু ‘ফ্যারে’ একটি বড় ঘোষণা হতে যাচ্ছে যা দিয়ে সম্ভবত আলিজেহের অভিষেক হবে বড় পর্দায়।” তবে অভিষেকের আগেই অভিষেকের আগেই রীতিমতো তারকা সালমানের ভাগ্নি। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে কয়েক লক্ষ অনুরাগী তার। ২২ বছরের আলিজেহ অবশ্য বলিউডে অভিষেকের জন্য তাড়াহুড়ো করেননি।

ধীরে সুস্থে বুঝেশুনেই মামার নির্দেশে অভিষেক করতে যাচ্ছেন আলিজেহ। সূত্র : বলিউড হাঙ্গামা