সামান্থার নতুন বাড়ির দাম জানলে চমকে যাবেন আপনিও

সামান্থা রুথ প্রভু

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু প্রায় ১০ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বছর দেড়েক আগে।

সামান্থা রুথ প্রভু

এরই মধ্যে শারীরিক অসুস্থতা সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ‘ওহ আন্তাভা’ গার্ল। ‘যশোদা’র পর ‘শকুন্তলম’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী।

তবে সেসব বিষয় পেছনে ফেলে এবার হায়দরাবাদে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনলেন সামান্থা।

সূত্রের খবর সামান্থার এই বাড়ি কিনতে খরচ করেছেন ৭.৮ কোটি টাকা। হায়দরাবাদের অভিজাত এলাকা জয়াভেড়ি অরেঞ্জ কাউন্টির বহুতলে অবস্থিত সামান্থার এই ডুপ্লেক্স। ১৩ ও ১৪ তলার অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী।

শহরের জুবিলি হিলসের বাড়িতে সাবেক স্বামী নাগা চৈতন্যের সঙ্গে থাকতেন অভিনেত্রী। তবে বিচ্ছেদের পর ওই বাড়িতে দুই পোষ্য হাস আর সাশা-র সঙ্গে একাই থাকতেন নায়িকা।

চলতি বছরের গোড়ার দিকে মুম্বাইতেও একটি তিন রুমের ফ্ল্যাট কিনেছিলেন সামান্থা। বোঝাই যাচ্ছে বিয়ে ভাঙার পর নিজের ইনভেস্টমেন্ট নিয়ে বেশ সচেতন অভিনেত্রী।

বিভিন্ন সূত্রের খবর, সামান্থার নতুন অ্যাপার্টমেন্টের জন্য ৬টি পার্কিং স্লট নির্দিষ্ট রয়েছে ওই বহুতলে। ১৩ ও ১৪তলা মিলিয়ে মোট ৭ হাজার ৯৪৪ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনেছেন সামান্থা।

নয় মাস পূর্ণ হলো ছেলের, নয়টি কেক কেটে উদযাপন রাজ-পরীর

প্রসঙ্গত, ‘ও আন্তাভা’র গার্ল’কে শিগগিরই দেখা যাবে সিটাডেলের ভারতীয় সংস্করণে। এই সিরিজে সামান্থার সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান।