‘পুষ্পা: দ্য রাইজ’ আইটেম গান নিয়ে মত বদলালেন সামান্থা

সামান্থা রুথ প্রভু

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। ২০২১ সালের ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

 সামান্থা রুথ প্রভু

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। তারপর ৮-৮০ বছর বয়সী মানুষও এই গানে নেচেছেন। জনপ্রিয়তার কথা চিন্তা করে এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন পরিচালক। চলতি বছরের শুরুতে জানা যায়, দ্বিতীয় পার্টের আইটেম গানে কোমর দোলাতে প্রস্তাব দেন সামান্থাকে। কিন্তু তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী। ফের শোনা যাচ্ছে, সিনেমাটির আইটেম গানে নাচবেন সামান্থা।

সিয়াসাত ডটকম জানিয়েছে, আইটেম গানে আর পারফর্ম করবেন না বলে জানিয়েছিলেন সামান্থা। কিন্তু ‘পুষ্পা টু’ সিনেমার নির্মাতা সুকুমার আইটেম গানটির জন্য ফের তাকে প্রস্তাব দিয়েছেন। নির্মাতা চাইছেন আল্লু অর্জুনের সঙ্গে আবারো পারফর্ম করুক সামান্থা। আইটেম গানের পাশাপাশি ‘পুষ্পা টু’ সিনেমার কয়েকটি দৃশ্যেও অভিনয় করবেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সংশ্লিষ্ট কেউ।

‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

ডাবের ভেতর পানি আসে কোথা থেকে?

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।