বিনোদন ডেস্ক : ৪১ বছরে পা দিলেন দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। জন্মদিনের আগেই ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় পর্বের প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। ঠিক সেই সময় ফিল্মপাড়ায় আলোচনা শুরু হয়েছে আল্লুর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সম্পর্ক নিয়ে।
আল্লু নাকি তার স্ত্রীর পরিচয় লুকিয়েছিলেন সামান্থার কাছে। জীবনসঙ্গী হিসাবে নন, বরং সামান্থার সঙ্গে আলাপ করানোর সময় স্ত্রীকে প্রেমিকা হিসেবে পরিচয় দিয়েছিলেন আল্লু। কিন্তু আল্লু হঠাৎ মিথ্যার আশ্রয় কেন নিয়েছিলেন?
এর কারণ সামান্থার সঙ্গে আল্লুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সামান্থাকে খুব ভরসাও করেন অভিনেতা। তাই ইন্ডাস্ট্রির আর কারও সঙ্গে স্নেহার আলাপ করিয়ে না দিলেও সামান্থার সঙ্গে করিয়ে দিয়েছিলেন। সামান্থার মতামত আল্লুর কাছে গুরুত্বপূর্ণ ছিল বলেই মিথ্যা পরিচয় দিয়ে হলেও স্নেহার সঙ্গে সামান্থার আলাপ করিয়েছিলেন তিনি। কারণ তিনি জানতেন, সামান্থা কখনই তার খারাপ চাইবে না।
স্নেহাকে পছন্দ না হলে তা সরাসরি আল্লুকে জানাতেন সামান্থা। এমনকি সামান্থার হাবভাবেও তা ধরা পড়ত বলেও নিশ্চিত ছিলেন আল্লু। তাই স্নেহার সঙ্গে পরিচয়ের পর সামান্থার উত্তরের অপেক্ষায় ছিলেন তিনি।
যখন সামান্থাকে আনন্দ প্রকাশ করতে দেখেছিলেন, তখনই আল্লু নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, স্নেহাকে জীবনসঙ্গী হিসাবে বেছে কোনো ভুল করেননি তিনি।
‘পেয়ার ওয়ালি বাত হোকেডা’র গানের তালে উদ্দাম রোমান্সে নীরহুয়া-মোনালিসা
২০১১ সালে স্নেহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আল্লু। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শকুন্তলম’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। সামান্থার সঙ্গে কাজ করতে দেখা যাবে আল্লুর কন্যা আরহাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।