শকুন্তলামের নতুন পোস্টারে সামান্থা

সামান্থা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো পৌরাণিক ঘরানার সিনেমা ‘শকুন্তলাম’ এর মাধ্যমে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে। আসন্ন এ সিনেমায় সামান্থাকে দেখা যাবে রাজকন্যা শকুন্তলার ভূমিকায়।

সামান্থা

ইতোমধ্যে পোস্টার, টিজার এবং ট্রেলার দিয়ে দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন তিনি। তেমনই সিনেমাটির নতুন পোস্টারে রাজকীয় ও জাদুকরি রুপে দেখা মিলল অভিনেত্রী সামান্থার।

রাজকন্যা শকুন্তলা হিসেবে সামান্থার লুকে ছিল আভিজাত্য ও রাজকীয় আভা। ভারি সূচিকর্ম এবং ঐতিহ্যবাহী সোনার গয়নাসহ একটি সোনার লেহেঙ্গা পরা অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

প্রথমবারের মতো পৌরাণিক চরিত্রে জাদুকরি এ লুকে সামান্থাকে দেখতে সিনেমাপ্রেমীরা খুবই উৎসাহী।

দীর্ঘদিন স্থগিত থাকার পর, শকুন্তলাম সিনেমাটি বিশ্বব্যাপী এপ্রিল মাসে একটি দুর্দান্ত মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাটি প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছিল।

মঙ্গলবার (৪ এপ্রিল) তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দিতে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। ফিল্মটি থ্রিডি-তেও পাওয়া যাবে, যা দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছে একটি ভিজ্যুয়াল ট্রিটের।

শাকিব ইস্যুতে মুখ খুললেন সেই নারী সহপ্রযোজক!