সামান্থা যার জন্য শাহরুখকে ছেড়েছিলেন

সামান্থা ও শাহরুখ

বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমার ‘ও আন্তাভা’ আইটেম গানে কোমর দুলিয়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। দক্ষিণের সঙ্গে সঙ্গে বলিউডেও বেশ কদর বাড়ছে এই অভিনেত্রীর। বলিউডের একাধিক পরিচালকের সঙ্গে নাকি কথাবার্তা চলছে সামান্থার।

সামান্থা ও শাহরুখ

সামান্থা খুব শিগগিরিই বলিউডে কাজ করতে চলেছেন এই কথা কমবেশি সবারই জানা। তবে এই অভিনেত্রীই নাগা চৈতন্যের সঙ্গে সংসার করার জন্য শাহরুখকে একসময় ফিরিয়ে দিয়েছিলেন সামান্থা।

অ্যাটলির পরিচালনায় ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে কাজ করার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয় সামান্থাকে। ২০১৯ সালে সেই জন্য যোগাযোগ করা হয় সামান্থার সঙ্গে কিন্তু নাগা চৈতন্যের সংসার করার পরিকল্পনার কারণে ফিরিয়ে দেন শাহরুখের নায়িকা হওয়ার অফার। ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের দেখা যাবে অভিনেত্রী নয়নতারাকে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘জাওয়ান’ সিনেমার টিজার। ২০২৩ সালের ২ জুন সিনেমা হলে মুক্তি পাবে এই হাই ভোল্টেজ সিনেমাটি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এই প্রথম শাহরুখ খানের কোনো সিনেমা একসঙ্গে পাঁচটি ভাষায় রিলিজ হবে। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বয়ং গৌরী খান।

আমি ইসলামের পথে অটুট থাকবো : সানাই

গত বছরের অক্টোবর মাসে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সামান্থা-নাগা। বিচ্ছেদের কারণ সামনে আনেননি দুজনেই।