বিনোদন ডেস্ক : সামান্থা রুথ প্রভু নাকি ফের হাসপাতালে চিকিৎসাধীন। সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। কিছু তেলুগু সংবাদমাধ্যমে বলা হয়েছে, বর্তমানে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন সামান্থা। সম্প্রতি যশোদা খ্যাত অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি মায়োস্টিটিসে আক্রান্ত। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন, সেই কথাও জানিয়েছিলেন।
এর মধ্যে সত্যিই কি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সামান্থা? একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে নয়, বর্তমানে বাড়িতেই আছেন সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এখন বাড়িতেই বিশ্রাম করছেন ভারতের সেরা নায়িকা। শেষবার যশোদা ছবিতে দেখা গিয়েছে সামান্থা রুথ প্রভুকে। ওই সিনেমার প্রোমোশনের সময়ও মায়োস্টিটিস প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, মারণ রোগে আক্রান্ত নন তিনি।
স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়েছিল। অনুরাগীরা বারবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সেই প্রসঙ্গ টেনে সামান্থা বলেছিলেন, “আমি যে রোগে আক্রান্ত তা প্রাণঘাতী নয়। ফলে আমি খুব শীঘ্রই মারা যাব, এমনটা নয়। তাই চিন্তা করবেন না।” তবে ২৩ নভেম্বর সোশাল মিডিয়ায় চাউর হয়ে যায় যে গুরুতর অসুস্থ হওয়ায় অভিনেত্রী আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন যে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভুয়ো। বর্তমানে সামান্থা বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।
কয়েক সপ্তাহ আগেই সামান্থা রুথ প্রভু জানিয়েছিলেন যে তিনি মায়োস্টিটিস রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা সামান্থাকে আশ্বাস দিয়েছিলেন যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি। দীর্ঘদিন আমেরিকায় থেকে চিকিৎসা করিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রাক্তন শ্বশুর নাগার্জুন, প্রাক্তন স্বামী নাগা চৈতন্যও কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
অভিনেত্রীর কথায়,”আমার জীবনে ভালো এবং খারাপ দু’ ধরনের সময় এসেছে। শারীরিক এবং মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি অনেকবার। এমন দিনও এসেছে যখন মনে হয়েছে আর একদিনও বেঁচে থাকতে পারছি না। তবে কোনওক্রমে সেই সময়টা কাটিয়ে দিয়েছি।” তিনি আরও বলেন, “আমি জানি, এই কঠিন সময়ও ঠিক কেটে যাবে। প্রতিটি দিন কাটছে আর আমার মনে হচ্ছে, একটু একটু করে সুস্থতার দিকে এগোচ্ছি।”
Myositis রোগের লক্ষণ কী? জানা গিয়েছে, Myositis একটি Autoimmune Disease। এই রোগের জেরে সাধারণত মাসলে প্রদাহ হয়। কিছুক্ষেত্রে এই রোগে ত্বকে ব়্যাশ দেখা যায়। এই রোগের মূল লক্ষণ ক্লান্তিভাব, মাসলে ব্যথা, শ্বাসকষ্ট এবং খাবার গিলতে সমস্যা হওয়া। এই রোগ পুরুষদের তুলনায় মহিলাদেরই বেশি হয়। শিশুদেরও এই রোগ হতে পারে। তবে Myositis পাঁচ ধরনের হয় (Dermatomyositis, Inclusion-Body Myositis, Juvenile Myositis, Polymyositis এবং Toxic Myositis)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।