বিনোদন ডেস্ক : মূলত তেলেগু ও তামিল চলচ্চিত্রের অভিনেত্রী হলেও দক্ষিণের সীমানা পেরিয়ে সামান্থার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়েই সাম্প্রতিক সময়ে আলোচিত ভারতীয় অভিনেত্রীদের তালিকা করলে সামান্থা রুথ প্রভুর নামটি ওপরের সারিতেই থাকবে। ক্যারিয়ারে একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে হয়েছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অন্যতম চিত্রনায়িকা।
মূলত তেলেগু ও তামিল চলচ্চিত্রের অভিনেত্রী হলেও দক্ষিণের সীমানা পেরিয়ে সামান্থার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়েই। এমনকি বলিউড তথা হিন্দি সিনেমায়ও তার অভিষেক নিয়ে অনেক গুঞ্জন রয়েছে।
৩৫ বছর বয়সী এ অভিনেত্রীকে ঘিরে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের শেষ নেই। চলুন তাহলে জেনে নিই সামান্থা রুথ প্রভু সম্পর্কে কিছু তথ্য-
-সামান্থা রুথ প্রভু ১৯৮৭ সালের ২৮ এপ্রিল ভারতের মাদ্রাজে (বর্তমান চেন্নাই) জন্মগ্রহণ করেন। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।
-সামান্থার আসল নাম যশোধা। পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা তাকে এ নামেই ডেকে থাকেন।
-চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে বাণিজ্য বিভাগে ডিগ্রি অর্জনের পর সামান্থা মডেলিং শুরু করেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।
-অনেকেই মনে করেন ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভিন্নাইথাণ্ডি ভারুভায়া নামের কলিউড সিনেমার মাধ্যমে বড় পর্দায় সামান্থার অভিষেক হয়। তবে প্রকৃতপক্ষে একই বছরে মুক্তি পাওয়া মস্কোইন কাভেরি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র।
-২০১৩ সালে সামান্থা ডায়াবেটিস অর্থাৎ বহুমূত্র রোগে আক্রান্ত হন। তবে পরিমিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এ চিত্রনায়িকা খুব দ্রুতই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
-২০১০ সালে চলচ্চিত্র অভিনেতা নাগা চৈতন্যের প্রেমের সম্পর্কে জড়ান সামান্থা। পরবর্তীতে ২০১৭ সালের অক্টোবরে হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতেই তারা বিয়ে করেন। কিন্তু ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। শোনা যায়, বিবাহবিচ্ছেদের জন্য নিজের সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির দেওয়া ২০০ কোটি রুপির আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
-সামান্থা রুথ প্রভু হয়ত অনেকেরই প্রিয় অভিনেত্রী। তবে ৩৫ বছর বয়সী এ চিত্রনায়িকার নিজেরও একজন পছন্দের অভিনেত্রী রয়েছেন। বিভিন্ন সময়ে অনেক সাক্ষাৎকারে একাধিকবার ব্রিটিশ অভিনেত্রী অড্রি হেপবার্নের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন সামান্থা।
-জাপানিজ খাবারের প্রতি বরাবরই সামান্থার দুর্বলতা রয়েছে। তবে জাপানিজ খাবারের মধ্যে তার সবচেয়ে বেশি পছন্দ সুশি।ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর সামান্থা খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে এলেও প্রিয় খাবারের তালিকা থেকে সুশির অবস্থানের হেরফের হয়নি।
-চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বর্তমান সময়ে অনেক সামাজিক কাজের সংশ্লিষ্ট রয়েছেন সামান্থা। প্রত্যুষা সাপোর্ট নামে এ অভিনেত্রীর একটি নিজস্ব এনজিও রয়েছে। সংস্থাটি নারী ও শিশুদের উন্নত চিকিৎসা নিয়ে কাজ করে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।