বিনোদন ডেস্ক : বিরল এক রোগে আক্রান্ত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যেটির নাম অটোইমিউন ডিজিজ মায়োসাইটিস। এই রোগের থাবায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এখন অনেকটাই সুস্থ।
কিন্তু অটোইমিউন ডিজিজ মায়োসাইটিস আসলে কোন ধরনের রোগ? কতটা ভয়ংকর এটি?
চিকিৎসকরা বলছেন, অটোইমিউন রোগে পেশী আবৃত কোষগুলোতে প্রদাহ বা তীব্র ব্যথা হয়। এতে ঘাড় শক্ত হয়ে যাওয়া ও ব্যথা, পিঠের নীচের দিকে ব্যথা এবং হাঁটুতে ব্যথা বেড়ে যায়। ফলে রোগীর হাঁটতে সমস্যা হয়, শরীরে ক্লান্তি আসে এবং শ্বাসকষ্ট দেখা দেয়।
এই রোগে আক্রান্ত হওয়ার পর সামান্থা ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছিলেন, ‘সময় কখনো ভালো যায় আবার কখনো খারাপ। এমন একটা দিন এসেছে মনে হয়েছে আর কোনো দিনও পা ফেলতেই পারব না। কঠিন হবে। কিন্তু যখন আমি পেছনে ফিরে তাকাই, চিন্তা করি অনেক কিছু অতিক্রম করে এতদূর এসেছি। আমাকে লড়াই করতে হবে।’
সম্প্রতি আবার তার রোগ নিয়ে সংবাদমাধ্যমের করা খবরের কারণে চটে যান সামান্থা। ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘আমি একটি জিনিস পরিষ্কার করতে চাই। অনেক প্রতিবেদনে আমার রোগকে ‘জীবনের হুমকি’ হিসাবে লেখা হয়েছে। আমি যে পর্যায়ে আছি, তা জীবনের জন্য হুমকি নয়। আমি এখনো মরে যাইনি। আমার মনে হয় না এই ধরনের অতিরঞ্জিত শিরোনামের কোনো প্রয়োজন ছিল।’
কাজের ক্ষেত্রে বর্তমানে কিছুটা অনিয়মিত দক্ষিণ ভারতের জনপ্রিয় এই নায়িকা। তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ‘যশোদা’, যেটি গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায়। শোনা যাচ্ছে, কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে সামান্থা বিয়ে করেন দক্ষিণ ভারতের সুপারস্টার নায়ক নাগার্জুনের বড় ছেলে নাগা চৈতন্যকে। প্রেমে বিয়ে ছিল এটি। কিন্তু টেকেনি। ২০২১ সালের ২ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা। যদিও এখনো নাগার নামের ট্যাটু নিজের শরীরে বয়ে বেড়াচ্ছেন সামান্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।