ইনস্টাগ্রামে উরফি শেয়ার করেছেন একটি ছবি। ভাইরাল সেই ছবিতে উরফি ধরা দিয়েছেন ল্যাভেন্ডার রঙের স্বচ্ছ পোশাকে। সেই পোশাক নিয়েই যত বিতর্ক!
কর্ণ জোহর সঞ্চালিত ‘বিগ বস’-এর ওটিটি প্ল্যাটফর্মের সংস্করণে অংশগ্রহণ করেছিলেন মডেল উরফি জাভেদ। তবে তাঁর খ্যাতির যাত্রা শুরু হয়েছিল ‘বিগ বস’-এর বাড়ি থেকে বেরিয়ে আসার পর। কখনও নগ্ন শরীরে ফুলের সাজ, কখনও আবার সেফটিপিন দিয়ে বানানো পোশাক পরে নেটাগরিকদের নজর কেড়েছেন তিনি। পোশাক নিয়ে এমন অদ্ভুত পরীক্ষার জন্য অবশ্য কম কটাক্ষও শুনতে হয় না তাঁকে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে উরফি শেয়ার করেছেন একটি ছবি। ভাইরাল সেই ছবিতে উরফি ধরা দিয়েছেন গাঢ় লিপস্টিক ও একরঙা একটি পোশাকে। ল্যাভেন্ডার বিকিনির সঙ্গে তাঁর গায়ে ছিল একই রঙের কোট। আর কোমরে জড়িয়েছিলেন স্বচ্ছ ফিনফিনে নেটের কাপড়। উরফি ছবিটি শেয়ার করার পর স্বচ্ছতার জন্য তাঁর পোশাককে কেউ কেউ মশারির সঙ্গে তুলনা করতে শুরু করেন। আর তাতেই বেজায় চটেছেন তিনি!
এই প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম ‘স্টোরি’-তে উরফি জানিয়েছেন, ‘আমি এরকম পোশাক পরলে আমাকে ট্রোল করা হয়। আর সামান্থা প্রভু একই রকম পোশাক পরলে ভূরি ভূরি প্রশংসা পান! এ কেমন দ্বিচারিতা?’ পাশাপাশিই সংবাদমাধ্যমে প্রকাশিত সামান্থা ও তাঁকে নিয়ে লেখা খবরের শিরোনামগুলিও উরফি তুলে ধরেছেন তাঁর ইনস্টাগ্রামের পাতায়। সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি কী বলতে চাইছি, আশা করি এই ছবিগুলি দেখেই তা আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে। আমি সামান্থাকে খুবই ভালবাসি। আমার শুধু সংবাদমাধ্যমের শিরোনামগুলো নিয়ে প্রবল আপত্তি আছে।’’
যে যা-ই বলুক, উরফি কিন্তু এর আগে কখনও সমালোচনার ধার ধারেননি। এই প্রথম উরফিকে মেজাজ হারাতে দেখলেন নেটাগরিকরা। ক্ষোভের সঙ্গেই উরফি বলেছেন, ‘‘এখনও মহিলাদের পোশাক দেখে তাঁর চরিত্র নির্ধারণ করেন সমাজের এক বড় অংশের মানুষ। আমার ছবিতে লোকে কী বলল, সেটা খতিয়ে দেখলেই তার প্রমাণ মিলবে। আমি যতই সেইগুলোকে পাত্তা না দিই, সমাজের মানুষগুলোর চিন্তাধারা কিন্তু বদলাবে না!’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।