স্বামীর ব্রাশ দিয়েই দাঁত মাজেন আলিয়া, জানতে পেরেই রণবীরের কাণ্ড

আলিয়া ভাট ও রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : গত ১৪ এপ্রিল মুম্বইয়ের পালি হিলে সাতপাক ঘোরেন আলিয়া ভাট ও রণবীর কপূর। বিয়ের তিন মাসের মধ্যেই সুখবর দিয়েছেন কপূর পরিবারের বৌমা। সন্তানের জন্ম দিতে চলেছেন তারকা দম্পতি।

আলিয়া ভাট ও রণবীর কাপুর

গত কয়েক দিন ধরেই তাঁদের নিয়ে চর্চা প্রচুর। ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনে তাই আলিয়া-রণবীরের দাম্পত্য়ের গল্প শুনতে আগ্রহী নেটিজেনরা। বৃহস্পতিবার এই চ্য়াট শো-তে অতিথি হয়েছিলেন রণবীর সিং এবং আলিয়া। সেখানেই ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়ক-নায়িকার দাম্পত্য়ের গল্প জানা গেল।

আলিয়া জানালেন, ভাট পরিবার এবং কপূর পরিবারের মধ্য়ে আকাশ পাতাল ফারাক। তাঁকে অনেক কিছু বদলাতে হয়েছে। কিন্তু তাতে লাভই হয়েছে নায়িকার। ভাট পরিবারে আনন্দ উৎসব খুব একটা হয় না। ছোট পরিবার, নিজেদের মধ্য়েই থাকতেন। যে যার মতো সময় কাটান তাঁরা। অন্য় দিকে কপূর পরিবার মানেই সকলে মিলে একসঙ্গে খেতে বসা, আড্ডা মারা, জন্মদিনে আত্মীয়সজন একজোট হওয়া। বিয়ের পর পরিবারের আমেজ পাচ্ছেন আলিয়া।

রণবীরের কাছে ছোটখাটো উৎসব, পুজো খুব গুরুত্ব পায়। আলিয়ার কথায় জানা গেল, রণবীর নাকি তাঁকে দীপাবলির সময়ে বাড়িতে বিশেষ পুজো করতে বলেছেন। এমনকি আরতি করতেও শিখেছেন আলিয়া। নায়িকার কথায়, এই বদলগুলি বেশ ভালই লাগছে তাঁর।

এরই মাঝে জানা গেল, একটি মজার ঘটনার কথা। ‘কফি বিঙ্গো’ পর্বে আলিয়া ভাট এবং রণবীরকে দুটি আইপ্যাড দেওয়া হল। যেখানে বেশ কয়েকটি ঘটনা বা অভিজ্ঞতার কথা লেখা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলি দুই তারকার জীবনে ঘটে থাকলে তাঁরা সেইগুলিকে চিহ্নিত করবেন।

খোলামেলা দৃশ্যে ওয়েব সিরিজে ঝড় তুললেন নাতাশা, তুমুল ভাইরাল

সেখানেই আলিয়া জানালেন, তিনি একাধিক বার ভুল করে তাঁর বরের ব্রাশ দিয়ে দাঁত মেজে ফেলেছেন। অনেক দিন পর্যন্ত একই রঙের ব্রাশ ছিল তাঁদের। রণবীর তাতে খুব রেগে গিয়ে বলতেন, ”আলিয়া! কী করো তুমি!” বকা খেতে খেতে আলিয়া এখন আর সেই ভুল করেন না। নিজের জন্য় অন্য় রঙের ব্রাশ কিনে এনেছেন তিনি।