লাইফস্টাইল ডেস্ক : দাম্পত্য জীবনে অনেক সমস্যার উদ্ভব হয়। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে এমন কিছু অভিযোগ রয়েছে যা শুনলেই বলবেন আরে ঠিকই তো! কারণ সমস্যাগুলো খুব প্রচলিত এবং এতটাই সাধারণ যে সেগুলোকে এককভাবে তুলে ধরা হয় না। আবার অনেকে বলে দেয় ফলে শুরু হয় ঝগড়া। যুক্তরাষ্ট্রের ডেব্রা ম্যাক্লিওড একজন দম্পতি মধ্যস্থতাকারী বিশেষজ্ঞ।
একজন লেখক এবং বিশেষজ্ঞ যিনি ব্যক্তি, দম্পতিদের সম্পর্ক বাঁচাতে, বিবাহবিচ্ছেদ এড়াতে, পরিবার এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন করতে সাহায্য করেন। তার প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং দক্ষতা থেকে কিছু বিষয় তুলে ধরেছেন। স্বামীরা কী কী অভিযোগ নিয়ে তার অফিসে আসেন সেটাই বলেছেন। চলুন জেনে নেই।
ডেব্রা ম্যাক্লিওড জানান:
১. স্বামীদের একটি বড় অভিযোগ হলো, স্ত্রীরা যখন কথা বলেন তাদের গলার স্বর পরিবর্তন হয়ে যায়। কথা বলার স্বরেই লুকিয়ে থাকে নেতিবাচকতা, অবজ্ঞা, এবং সমালোচনা। বেশিরভাগ সময় স্ত্রীরা রাগী রাগী চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। যদি বিয়ে নিয়ে উদ্বেগ বা অভিযোগ প্রকাশের চেষ্টা করে, স্ত্রীরা সবসময় আত্মরক্ষা করার চেষ্টা করে এবং স্বামীর কথা শোনার পরিবর্তে তার উপর দোষ চাপিয়ে দেয়।
২. স্বামীরা যখন অবসর সময় পায় তখনই স্ত্রীরা তাদের চারপাশে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে শুধু কাজেরই কথাই বলে যায় এটা করতে হবে সেটা করতে হবে। ছুটির দিনে বন্ধুদের সাথে বাইরে গিয়েও শান্তি নেই । অবিরাম ম্যাসেজ আর একই প্রশ্ন কখন বাড়ি ফিরবে।
৩. বিয়ের পর স্ত্রীরা নিজের যত্ন নিতে ভুলে যায়। বিয়ের আগে যেমন ছিল এখন তেমন নেই। সাজগোজের দিকে একদমই মন থাকে না তাদের। এটা স্বামীদের বড় একটি অভিযোগ।
৪. মা হওয়ার পরে মেয়েদের জীবনে সন্তারা অনেকটা জায়গা জড়ে থেকে যায়। স্বামীদের দিকে খেয়াল কম করে। মাঝে মাঝে শুধু স্বামী-স্ত্রী বেড়াতে যাওয়ার চেয়ে ‘মা এবং আমি ’ এই খেলা খেলতেই স্ত্রীরা পছন্দ করে।
৫. স্বামীদের অভিযোগ স্ত্রীরা নিজেদের ছেলেমেয়ে পালনের ক্ষেত্রে নিজেকে নেত্রী ভাবে। তাদের থেকে কেউ ভালো জানে না। এর ফলে স্ত্রীরা ভুলে যায় স্বামীরাও সন্তানের বাবা তাদেরও সন্তান পালনের বিষয়ে জ্ঞান আছে।
৬. স্ত্রীর স্বামীদের প্রশংসা করতে চায় না। অনেক কাজ করলেও ছুটির দিনে তাদের সময় নেই কেন এটা নিয়ে কথা শুনতে হয়।
৭. বিয়ের পর মেয়েরা সংসার নিয়েই পড়ে থাকতে চায়। বিয়ের আগে যে ইচ্ছা ছিল সব মরে যায়।
৮. বিয়ের কিছুদিন পরে যৌনজীবনেও স্ত্রীদের অনীহা চলে আসে।
সূত্র : উইর ট্যাঙ্গো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।